Tuesday, November 11, 2025

আরসিবির নেতৃত্বে ফিরছেন বিরাটই, জল্পনার মাঝে মুখ খুললেন কোহলির এক সতীর্থ

Date:

সদ্য শেষ হয়েছে আইপিএল-এর মেগা নিলাম। সেখানে প্রতিটি ফ্রাঞ্চাইজি দল তাদের টিম গুছিয়ে নিয়েছে। বাদ যায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। নিলামের আগে রিটেশনে আরসিবি ছেড়ে দিয়েছে তাদের গতবারের অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে। এমনকি নিলামেও ডুপ্লেসিকে নেয়নি আরসিবি। আর এরপরই জল্পনা ছড়ায় ফের অধিনায়কের দায়িত্বে ফিরতে চলেছেন বিরাট কোহলি। যদিও এই নিয়ে বিরাট বা আরসিবি কর্তৃপক্ষ কেউ মুখ খোলেনি। তবে এরই মধ্যে এই নিয়ে মুখ খুললেন বিরাটের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন জানান, আরসিবির নেতৃত্বে ফের বসতে চলেছেন বিরাট ।

এই নিয়ে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, “ আমার মনে হয় কোহলিই আবার অধিনায়ক হবে। কারণ, নিলামে ওরা কোনও অধিনায়ক নেওয়ার চেষ্টা করেনি। যদি অন্য কাউকে অধিনায়ক করার পরিকল্পনা থাকত তাহলে সে রকম কোনও বড় নাম ওরা নিলামে নিত। তাই কোহলি ছাড়া আর কাউকে দেখছি না যে বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারে।“ কোহলিকেই যে আবার অধিনায়ক করা হবে সেকথা আগেই বলেছিলেন আরসিবির প্রাক্তন ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। তিনি বলেন, “এখনও বেঙ্গালুরু কারও নাম ঘোষণা করেনি। কিন্তু কোহলি ছাড়া কেউ ওদের হাতে নেই। কোহলিই এ বার অধিনায়ক হবে।“

এবারের নিলামের আগে রিটেশনে মাত্র তিন জনকে ধরে রেখেছিল বেঙ্গালুরু। সেই তালিকায় ছিলেন কোহলি। বিরাটকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছে বেঙ্গালুরু। আর তখনই জল্পনা শুরু হয়েছিল যে কোহলিকেই নতুন অধিনায়ক করবে আরসিবি।

আরও পড়ুন- পিঁড়িতে বসতে চলেছেন অলিম্পিক্সে পদক জয়ী সিন্ধু, পাত্র কে ?


Related articles

দেশে বিস্ফোরণ, বিদেশে ‘ফটোশুটে’ প্রধানমন্ত্রী! তোপ তৃণমূলের

পহেলগামে নিরীহ পর্যটকদের একেবারে টার্গেট করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। সোমবারের দিল্লির বিস্ফোরণেও আগে থেকে সতর্কবার্তা ছিল দিল্লিসহ (Delhi)...

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...
Exit mobile version