Friday, November 7, 2025

মহারাষ্ট্রে শপথের মঞ্চ প্রস্তুত! হাসপাতাল, ফোনে দর বাড়ানোর কৌশলে শিণ্ডে

Date:

Share post:

একদিকে বাঁশ ত্রিপল বাঁধা হচ্ছে মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রীর শপথের। হাতে মাত্র একদিন। অথচ এখনও প্রকাশিত হয়নি মুখ্যমন্ত্রীর নাম! অতি আত্মবিশ্বাসী বিজেপি জোটে জট হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde)। মঙ্গলবার দিনভর নানাভাবে নজর টানার চেষ্টা করলেও আদতে বিজেপি যে তাঁর কথায় পাত্তা দেবে না, তা হয়তো বুঝে গিয়েছেন শিণ্ডে। তবে জোটে যাতে তার প্রভাব না পড়ে তার জন্যও কসুর করছেন না দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)। শিণ্ডের ফোন পেয়ে তাঁর বাড়িতে দেখা করতে চলে যান ফাড়নবিশ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না হলেও ৫ ডিসেম্বর যে মুখ্যমন্ত্রীর শপথ তা নিয়ে মহাযুতীর (Mahayuti) কোনও শরিকের মধ্যে আর কোনও সংশয় নেই। ফলে মঙ্গলবার দিনভর একের পর এক বৈঠক বিজেপি, এনসিপি (অজিত গোষ্ঠী) ও শিবসেনা শিণ্ডে গোষ্ঠীর। তারই মধ্যে সদ্য অসুস্থতা সারিয়ে ওঠা একনাথ শিণ্ডে মঙ্গলবারই মুম্বইয়ের জুপিটার হাসপাতালে রুটিন শারীরিক পরীক্ষার জন্য যান। সেখানেই তিনি জানান তাঁর শরীর এখন সুস্থ। এরপরই তিনি সরকারি অনুষ্ঠানের প্রস্তুতিতে ভিডিও কনফারেন্স করেন। স্পষ্টত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে নিজেকে সবথেকে দায়িত্বশীল প্রমাণ করার চেষ্টা এখনও জারি রেখেছেন শিণ্ডে তা এদিনও প্রমাণিত।

অন্যদিকে দিল্লি থেকে এদিন মুম্বই ফেরেন এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)। শহরের একটি হোটেলে বৈঠক করেন দলীয় নেতাদের সঙ্গে। আবার বিজেপিও মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান নিয়ে জরুরি বৈঠক করে মঙ্গলবারই। রাজনৈতিক সূত্রে খবর, এদিন ফাড়নবিশকে ফোনও করেন শিণ্ডে। সন্ধ্যায় শিণ্ডের বাড়িতে মান ভাঙাতে যান ফাড়নবিশ। যদিও মঙ্গলবার সন্ধ্যার মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাম প্রকাশ্যে আনার দাবি জানালেও তা সম্ভব হয়নি বিজেপি জোটের পক্ষে।

সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী পদের জন্য রাজি হয়ে যান শিণ্ডে। মহারাষ্ট্রের আরেক উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন অজিত পাওয়ার। মুখ্যমন্ত্রী পদে প্রত্যাবর্তন হতে চলেছে ফাড়নবিশের। অন্তত ২০টি মন্ত্রিত্ব থাকতে চলেছে বিজেপির (BJP) হাতে। শিবসেনাকে (Shivsena) সন্তুষ্ট হতে হবে ১২ মন্ত্রীতে। অন্যদিকে এনসিপি (NCP) পেতে পারে ১০টি মন্ত্রিত্ব।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...