Saturday, August 23, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কড়া নবান্ন, ১৫৫ ঠিকাদার, ১৯ ইঞ্জিনিয়রকে শোকজ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)সাফ জানিয়েছিলেন সরকারি কাজে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। আর তাঁর সেই নির্দেশের পরই কড়া অবস্থান নিল নবান্ন (Nabanna)। ১৫৫ জন ঠিকাদার (Contractor), ১৯ জন ইঞ্জিনিয়রকে (Engineer) শোকজ করা হল। সরকারি কাজে অবহেলার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে। সেইসঙ্গে প্রায় ১৯ হাজার বেআইনি সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এফআইআর করা হয়েছে ৪৪১টি।

সোমবার বিধানসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ফের একবার স্পষ্ট করে দিয়েছিলেন যে, মানুষকে অসুবিধেতে ফেলা তিনি বরদাস্ত করবেন না। হুঁশিয়ারির সুরে তিনি জানিয়েছিলেন, এ ব্যাপারে কেউ কম্প্রোমাইজ করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকী তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। তারপরই তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন কড়া ব্যবস্থা গ্রহণ করতে. তৎক্ষণাৎ মুখ্যসচিব জানান, ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির কারণে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজে প্রশাসনের একাংশ গাফিলতি করছে বলে অভিযোগ এসেছিল। সেই ঘটনার তদন্তে নেমে কয়েকজনকে চিহ্নিতও করা হয়। তাদের বিরুদ্ধেই মূলত কড়া ব্যবস্থা নেওয়া হল। শোকজের চিঠি পাঠানো হয়েছে। যথার্থ কারণ দর্শাতে না পারলে আরও কঠোর হবে সরকার, তা জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট।

মুখ্যমন্ত্রীর সোজা কথা, মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেব না। সরকারি সম্পত্তি নিয়ে ব্যক্তিস্বার্থ মেটাতে দেব না। যারা পারফরমেন্স করছেন না, বা করতে পারছেন না, তাদের ব্যাক লিস্টে ফেলুন। সরকারি কর্মচারী হয়ে কম্প্রোমাইজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা। সবমিলিয়ে প্রায় ১৮,২৩০টি জায়গায় জল মিসইউজ করার অভিযোগ এসেছে। কেন বিডিও, এসডিও-রা এসব দেখছেন না। কোনও রাজনৈতিক দল বা নেতার কথা শুনবেন না, এক্ষেত্রে। মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অন্য কিছু যেন অগ্রাধিকার না পায়, পরিষেবা প্রদানই আগে।

মুখ্যমন্ত্রী বলেন, অনেকে পাইপটাকে কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। ফলে গ্রামে জল ঢুকতে পারছে না। সমীক্ষা না করেই তাড়াহুড়ো করে ঠিকাদাররা অনেক জায়গায় পাইপ বসিয়েছেন। ভুল টেন্ডার, ভুল ডিপিআর তৈরি করা হয়েছে। এরই ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদার ও ইঞ্জিনিয়রদের শো-কজের সিদ্ধান্ত।

আরও পড়ুন- রাজ্য-ব্যবসায়ী বৈঠকের পরও ধর্মঘটে অনড়, বিজেপি-সিপিএম মদতপুষ্টদের নিশানা বেচারামের


 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...