Saturday, May 3, 2025

উন্নয়নের কোনও কাজ বন্ধ রেখে কোনও ধরনের বিক্ষোভ কখনও প্রশ্রয় দেয়নি রাজ্যের শাসকদল। ঠিক সেভাবেই সংসদের (Parliament) অধিবেশন বন্ধ রেখে কোনও প্রতিবাদে তৃণমূল যোগ দেনে না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনকি সংসদে যে মূল ইস্যুগুলি তোলা হবে তৃণমূল সাংসদদের পক্ষ থেকে সেই তালিকাতেও ছিল না আদানি ইস্যু (Adani issue)। বরঞ্চ গোটা দেশে সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ প্রভাব ফেলা দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে মনিপুর (Manipur) ইস্যু নিয়ে সরব হওয়ার পন্থায় রয়েছে তৃণমূল। ফলে মঙ্গলবার ফের আদানি ইস্যুতে সংসদে অচলাবস্থা জারি করা কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভে যোগ দিলেন না কোনও তৃণমূল সাংসদ (TMC MPs)।

সংসদের শীতকালীন অধিবেশনের (winter session) শুরু থেকে আদানি ইস্যুতে সরব হওয়ার দাবি জানিয়েছিল কংগ্রেস (Congress)। সেই মতো প্রতিটি অধিবেশনেই আদানি ইস্যুতে হট্টগোলের পথে গিয়েছে কংগ্রেস। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। সংসদ চত্বরে ব্যানার নিয়ে আদানি ইস্যুতে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। সঙ্গে যোগ দেন আপ (AAP) সাংসদ সঞ্জয় সিং, আরজেডি (RJD) সাংসদ মিশা ভারতী, আরএসপি (RSP) সাংসদ এন কে প্রেমচন্দ্রন প্রমুখ। তবে ছিলেন না কোনও তৃণমূল (TMC) সাংসদ। তৃণমূলের তরফে কংগ্রেসকে আগেই বলা হয়েছে যে আদানি ইস্যুতে সংসদ অচল করার যে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, তার সঙ্গে একমত নয় তৃণমূল৷ তারপরেও কংগ্রেস নিজেদের নীতি থেকে সরেনি৷ স্বাভাবতই তৃণমূল নিজেদের নীতি নিয়েই চলছে৷

পাল্টা তৃণমূলের দাবি, সংসদ অচল রাখলে পরোক্ষে সুবিধা কেন্দ্রের সরকারেরই। তার বদলে সংসদে সেই সময়ে রাজ্যের দাবিগুলি নিয়ে সরব হওয়ার পক্ষে তৃণমূল। অথচ রাজ্যের দাবিই ইস্যুতে তৃণমূলের পাশে নেই কংগ্রেস। ইন্ডিয়া জোটে (I.N.D.I.A. Bloc) থাকলেও কংগ্রেসের শরিক নয় তৃণমূল কংগ্রেস৷ দেশের কোনও প্রান্তেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট সরকার নেই৷ ফলে কংগ্রেসর (Congress) ইস্যু নিয়ে সংসদ অচলের পথে যে তৃণমূল হাঁটবেই না তা মঙ্গলবার ফের স্পষ্ট করে দিলেন তৃণমূল (TMC) সাংসদরা।

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version