Tuesday, November 4, 2025

কতটা বৃদ্ধি পেল একশৃঙ্গ গন্ডারের সংখ্যা? জানতে শীগ্রই শুরু হবে শুমারি

Date:

একশৃঙ্গ গন্ডারের সংখ্যা কতটা বৃদ্ধি পেল? তা জানাতে জন্যই এই শুমারি হতে চলেছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে চার বছর আগে ২০২১-এ ওই জাতীয় উদ্যানের ২১৬.৫১ বর্গ কিলোমিটারের জঙ্গলে মোট ২৯২টি গন্ডারের অস্তিত্ব মিলেছিল। শুমারির প্রাপ্ত সংখ্যা এই জাতীয় উদ্যানকে একশৃঙ্গ গন্ডারের আদর্শ আবাসস্থল হিসেবে সুনিশ্চিত করেছে।

জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা বৃদ্ধি বনকর্তাদের মুখে হাসি ফোটালেও, এক গভীর চিন্তায়ও ফেলেছে তাদের। পুরুষ ও মাদি গন্ডারের সংখ্যা প্রায় সমান হয়ে যাওয়ায় উদ্বিগ্ন বনকর্তারা। কারণ এই একশৃঙ্গ গন্ডারদের জীবনশৈলি এমন যে, প্রতিটি পুরুষ গন্ডার পিছু তিনটি করে মাদি গন্ডার থাকা উচিত। কারণ গন্ডারের প্রজনন বা যৌনতৃষ্ণার বিষয়ে ১ : ৩ এই অনুপাতিক হারকে আদর্শ মানা হয়। কিন্তু জলদাপাড়ায় পুরুষ ও মাদি গন্ডারের মধ্যে এই অনুপাতিক হার প্রায় সমান থাকায় মাঝে মাঝেই সঙ্গী দখলের লড়াই হয়। যা প্রাণঘাতীও হয়ে দাঁড়ায় কখনও কখনও।

বনকর্তাদের আশঙ্কা যে অমূলক ছিল না, তা প্রমাণ করে গত চার বছরের সঙ্গিনী দখলের লড়াইয়ে এই জাতীয় উদ্যানে পাঁচটি পূর্ণবয়স্ক গন্ডারের মৃত্যু হয়েছে। পাশাপাশি লড়াইয়ে হার স্বীকার করে ভগ্ন হৃদয় ও জখম দেহ নিয়ে এলাকা ছেড়েছে বেশ কয়েকটি গন্ডার। তবে বনকর্তারা আশাবাদী নতুন বছরের শুমারিতে গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাবে জাতীয় উদ্যানে। এবং সেই সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তাঁরা। এবারের শুমারিতে সর্বাধুনিক টেকনোলজি ব্যবহার করার কথা জানিয়েছেন বনকর্তারা। এই বিষয়ে জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান জানিয়েছেন, আমরা ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে জলদাপাড়ায় গন্ডার শুমারি করার প্রস্তাব পাঠিয়েছি। সবুজ সংকেত মিলে গেলেই কাজ শুরু করা হবে।

আরও পড়ুন- নিজেদের সিদ্ধান্তে অনড় কংগ্রেস! জোটের বৈঠকে থাকছে না তৃণমূল

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version