সিআইডি-র শীর্ষ পদে রদবদল, একসঙ্গে চার পদে পরিবর্তন

গোয়েন্দা প্রধান পদ থেকে রাজশেখরনকে (R Rajashekharan) এবং এডিজি (ট্রেনিং) পদে দময়ন্তী সেনকে (Damayanti Sen) সরানো হয়েছে

গোয়েন্দা বিভাগ নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পরদিনই দফতরে এসেছিল রদবদল। এবার সিআইডির (CID) উচ্চপদে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হল। সরিয়ে দেওয়া হল গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। তাঁকে পাঠানো হল অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি (ট্রেনিং) পদে দময়ন্তী সেনের নিয়ে আসা হল রাজশেখরনকে।

বুধবার নবান্নর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গোয়েন্দা প্রধান পদ থেকে রাজশেখরনকে (R Rajashekharan) এবং এডিজি (ট্রেনিং) পদে দময়ন্তী সেনকে (Damayanti Sen) সরানো হয়েছে। আইপিএস অফিসার আর শিবকুমার (R Shivakumar) এডিজি ( পলিসি) পদে ছিলেন। সেই জায়গায় দময়ন্তী সেনকে বসানো হয়েছে। রাজীব মিশ্র এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি ছিলেন। তাঁকে এডিজি (মর্ডানাইজেশন) পদে আনা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন, কে বসবেন গোয়েন্দা প্রধান পদে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতের পরেই রাজ্য পুলিশের রদবদল। রাজ্য পুলিশ ও সিআইডিকে ঢেলে সাজানো আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।