Friday, January 9, 2026

প্যাট্রন অফ আর্টস উপাধিতে সম্মানিত সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর- টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী

Date:

Share post:

ফের মুকুটে নয়া পালক সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ও টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীর। তাকে বিশেষ সম্মানে ভূষিত করল ইতালির আলবার্টিনা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস অফ তুরিন। তাদের তরফে অনারারি অ্যাকাডেমিশিয়ান হিসেবে সম্মান দেওয়া হল শিক্ষার দিশারীকে ।তাকে ভূষিত করা হল প্যাট্রন অফ আর্টস উপাধিতে। শিক্ষাক্ষেত্রে তার বিশেষ অবদানের জন্য তাকে সম্মানিত করা হয়।কলকাতায় এই মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তাকে দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে পথ চলা শুরু করে টেকনো ইন্ডিয়া গ্রুপ। চার দশকেরও বেশি সময় ধরে এই সংস্থার কর্ণধার সত্যম রায়চৌধুরী। তার সুদক্ষ এবং দূরদর্শী নেতৃত্বে শিক্ষা-সহ অন্যান্য ক্ষেত্রও সমৃদ্ধ হয়েছে। ১০৩টি নলেজ ক্যাম্পাস, ৬টি বিশ্ববিদ্যালয়, ২০টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৩৫টিরও বেশি পাবলিক স্কুল, ১০টি বি-স্কুল, ১৬টি টিআইজি-আইটিআই কেন্দ্র, ১টি মেডিক্যাল কলেজ-সহ টেকনো গ্রুপের একাধিক উদ্যোগ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, ক্রিড়া, পর্যটন, হসপিটালিটি, চলচ্চিত্র, সাংবাদ মাধ্যম-সহ বহু ক্ষেত্রে নতুন পথ দেখিয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় ইতালির রাষ্ট্রদূত রিকার্ডো ডাললা কোস্তা।তিনি এসএনইউ এবং ইতালির সম্পর্কের কথা তুলে ধরেন। ইতালি ও ভারতের দুই শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘকালীন সম্পর্কের কথা তিনি তুলে ধরেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পড়ুয়াদের সঙ্গে ইতালির অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের  যোগাযোগের কথাও তুলে ধরেন।উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনও।এই সম্মান পেয়ে রীতিমতো আপ্লুত টোকনো ইন্ডিয়ার কর্ণধার।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনও।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...