Sunday, January 11, 2026

সংখ্যালঘুদের প্রতি হিংসা ইসলামের ধর্ম নয়: ইউনুসকে বার্তা জামা মসজিদের ইমামের

Date:

Share post:

বাংলাদেশের চলতি হিংসার ঘটনায় নোবেলজয়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে (Mohammed Yunus) তাঁর সম্মানের কথা স্মরণ করালেন দিল্লির জামা মসজিদের (Jama Masjid) শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি (Syed Ahmed Bukhari)। বাংলাদেশের পরিস্থিতিতে তাঁর স্পষ্ট দাবি ইসলাম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোনও ধরনের অনৈতিক কাজ সমর্থন করে না।

সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতিতে গোটা বিশ্ব থেকে সমালোচনা করা হয়েছে বাংলাদেশ (Bangladesh) প্রশাসনের। তা সত্ত্বেও নিজেদের পক্ষে সাফাই দিতে কোনও কসুর করেনি ইউনুস প্রশাসন। এই পরিস্থিতিতে নোবেলজয়ী ইউনুসকে নিজের ধর্ম স্মরণ করালেন ভারতের অন্যতম ধর্মগুরু সৈয়দ আহমেদ বুখারি। তাঁর বার্তা, “আমি প্রত্যাশা করি বাংলাদেশের বর্তমান প্রধান নোবেল জয়ী মহম্মদ ইউনুস (Mohammed Yunus), বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের প্রতি হওয়া অন্যায় দমন করতে দ্রুত পদক্ষেপ নেবেন। তাঁকে নিজের আন্তর্জাতিক সুখ্যাতিতে কোনও দাগ যাতে না লাগে তা নিশ্চিত করতে হবে।”

বাংলাদেশের মৌলবাদীদের প্রতি বুখারির স্পষ্ট বার্তা, “একটি মুসলিম সংখ্যাগুরু দেশ হিসাবে, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও ধরনের কুসংস্কার ও অনৈতিক কাজ কোনওভাবেই ইসলাম ও ইসলামের আইনশাস্ত্র স্বীকৃতি দেয় না।”

শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার নয়, এবার ভারতের বিরুদ্ধে কুকথার রাজনীতিও শুরু করেছে বাংলাদেশ। তারও সমালোচনা করেন বুখারি। সেই সঙ্গে বাংলাদেশের প্রশাসন, উন্নয়নের কাজে ভারতের ভূমিকা স্মরণ করিয়ে দেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, “সেখানকার সরকারের কখনও ভোলা উচিত নয় তাদের প্রতিষ্ঠা, উন্নয়নের প্রক্রিয়া এবং লক্ষ লক্ষ উদ্বাস্তুদের সমর্থন ও যত্ন নেওয়ার ক্ষেত্রে অতুলনীয় ইতিহাস। আমরাই সর্বপ্রথম তাদের সব ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের পাশে দাঁড়িয়েছি।”

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...