Thursday, August 21, 2025

ক্রীড়াবিদদের অনন্য সম্মান বাংলায়, প্রস্তুত সরকারি চাকরির মঞ্চ

Date:

রাজ্যের ক্রীড়াবিদদের সরকারি চাকরি দিয়ে স্বীকৃতি দেওয়ার জন্য যে উদ্যোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিয়েছেন তা এক কথায় নজিরবিহীন। প্রয়োজনে রাজ্যের আইনে সংশোধন করে চাকরির পথ তৈরির নির্দেশ ছিল তাঁর। সেই মতো এবার রাজ্যের পুলিশ ও প্রশাসনিক স্তরে পদক জয়ী ক্রীড়াবিদদের নিয়োগের সব প্রস্তুতি সেরে ফেলল রাজ্য সরকার। কোন পদে নিয়োগ তারও তালিকা প্রকাশিত হল।

পদক প্রাপকদের কলকাতা পুলিশে ডি এস পি (DSP) থেকে এস আই (SI), এ এস আই (ASI) এবং প্রশাসনিক সংস্কার বিভাগে সেকশন অফিসার পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে বলে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। বিধানসভার বুধবার এক প্রশ্নের উত্তরে ক্রীড়া মন্ত্রী জানান অলিম্পিক (Olympics) থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদকজয়ী ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়োগ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। ইতিমধ্যে বিভিন্ন পদকজয়ী ক্রীড়াবিদদের মধ্য থেকে ৭৪ টি যোগ্য দরখাস্ত (application) জমা পড়েছে এর মধ্যে ৩৮ জনের দরখাস্ত সংবলিত ফাইল ক্রীড়া দপ্তরের (Department of Sports and Youth Affairs) সুপারিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। বাকি ৩৬ জনের দরখাস্তগুলিও প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়াবিদদের সরকারি চাকরি দিতে নতুন আইন আনার কথা ঘোষণা করেছেন। ওই আইন তৈরি হলে আগ্রহী ক্রীড়াবিদেরা সরাসরি সরকারি চাকরিতে যোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়েেছেন ‘‘জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙামাটি কাপ, সুন্দরবন কাপ, হিমাল তরাই-ডুয়ার্স কাপ-সহ বিভিন্ন প্রতিযোগিতা আমরা করি। যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয়, তাদের আমরা পুলিশে চাকরি দিই। ইতিমধ্যেই আমরা প্রায় ৪৩০০ জন খেলোয়াড়কে চাকরি দিয়েছি।’’

ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nausad Siddiqui) ভাঙ্গরের উদিয়মান ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য অ্যাকাডেমি গঠনের কথা বললে মন্ত্রী অরুপ বিশ্বাস (Aroop Biswas) জানান সব জায়গায় একাডেমি সম্ভব নয়। তবে রাজ্য সরকার ক্রীড়াবিদদের স্বার্থে যথাযথ ব্যবস্থা করছে। তাদের থাকা,খাওয়া, প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

 

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...
Exit mobile version