Thursday, November 6, 2025

চেন্নাইয়ান বধের জন্য ফিট সাউলকে ধরেই ঘুঁটি সাজাচ্ছেন অস্কার

Date:

Share post:

শনিবার আইএসএল-এর ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে চেন্নাইয়ান এফসি। তবে সেই ম্যাচের আগে স্বস্তি ইস্টবেঙ্গলে। স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোর আপাতত ফিটনেস সমস্যা নেই। পেশির টান অনুভব করায় মঙ্গলবার অনুশীলনের মাঝপথে মাঠ ছেড়েছিলেন। কোচ অস্কার ব্রুজো কোনও ঝুঁকি নেননি। তবে বুধবার মাঠে এসে প্রথমে রিহ্যাব সেরে পরে সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করেন সাউল। তাঁকে ধরেই চেন্নাইয়ান বধের অঙ্ক অস্কারের।

ইস্টবেঙ্গল কোচ ফিটনেস ট্রেনিংয়ের পর ফুটবলারদের তিনভাগে ভাগ করে সিচ্যুয়েশন প্র্যাকটিস করান। সেখানে পাসিংয়ে জোর দেওয়া হয়। কয়েকটি টাচে গোল করার মহড়াও চলে ফুটবলারদের। শেষে ম্যাচ পরিস্থিতি তৈরি করেও অনুশীলন হয়। সেখানে আক্রমণে জোর দেওয়া হয়। গোল বেশি হচ্ছে না। একটি গোল করে তা ধরে রাখার পরীক্ষা দিতে হচ্ছে ডিফেন্ডারদের। স্ট্রাইকারদেরও নিচে নেমে রক্ষণ সামলাতে হচ্ছে।
স্ট্রাইকাররা গোলের ব্যবধান বাড়ালে রক্ষণের উপর চাপ কম পড়বে। তাই অস্কার গোলের সামনে ফিনিশিংয়ে জোর দিচ্ছেন। বুধবার দিমিত্রিয়স দিয়ামানতাকোস, মাধি তালালরা গোল করার মহড়া সারলেন। নর্থইস্ট ইউনাইটেডেকে হারিয়ে এবারের আইএসএলে প্রথম জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। সেই আত্মবিশ্বাস নিয়েই চেন্নাইয়ানকে তাদের মাঠে হারিয়ে জয়ের ছন্দ ধরে রাখতে চায় লাল-হলুদ ব্রিগেড।

আগের ম্যাচে লাল কার্ডের নির্বাসন থাকায় নন্দকুমার ও নাওরেম মহেশ ছিলেন না। দুই সেরা উইঙ্গারের পরিবর্ত হিসেবে খেলে টিমকে ভরসা দিয়েছেন জিকসন সিং ও পি ভি বিষ্ণু। ইস্টবেঙ্গল কোচ উইনিং কম্বিনেশনেই আস্থা রাখতে চাইছেন। বুধবার অনুশীলনে দেখা গিয়েছে নর্থইস্ট ম্যাচের প্রথম এগারোকেই পরখ করে নিলেন অস্কার। শুধু আগের ম্যাচে লাল কার্ড দেখা লালচুংনুঙ্গার জায়গায় এদিন লেফট ব্যাকে প্রভাত লাকরাকে দেখে নিলেন লাল-হলুদ কোচ।

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টে কে করবে ওপেন ? মুখ খুললেন রোহিত


spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...