Saturday, January 10, 2026

চেন্নাইয়ান বধের জন্য ফিট সাউলকে ধরেই ঘুঁটি সাজাচ্ছেন অস্কার

Date:

Share post:

শনিবার আইএসএল-এর ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে চেন্নাইয়ান এফসি। তবে সেই ম্যাচের আগে স্বস্তি ইস্টবেঙ্গলে। স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোর আপাতত ফিটনেস সমস্যা নেই। পেশির টান অনুভব করায় মঙ্গলবার অনুশীলনের মাঝপথে মাঠ ছেড়েছিলেন। কোচ অস্কার ব্রুজো কোনও ঝুঁকি নেননি। তবে বুধবার মাঠে এসে প্রথমে রিহ্যাব সেরে পরে সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করেন সাউল। তাঁকে ধরেই চেন্নাইয়ান বধের অঙ্ক অস্কারের।

ইস্টবেঙ্গল কোচ ফিটনেস ট্রেনিংয়ের পর ফুটবলারদের তিনভাগে ভাগ করে সিচ্যুয়েশন প্র্যাকটিস করান। সেখানে পাসিংয়ে জোর দেওয়া হয়। কয়েকটি টাচে গোল করার মহড়াও চলে ফুটবলারদের। শেষে ম্যাচ পরিস্থিতি তৈরি করেও অনুশীলন হয়। সেখানে আক্রমণে জোর দেওয়া হয়। গোল বেশি হচ্ছে না। একটি গোল করে তা ধরে রাখার পরীক্ষা দিতে হচ্ছে ডিফেন্ডারদের। স্ট্রাইকারদেরও নিচে নেমে রক্ষণ সামলাতে হচ্ছে।
স্ট্রাইকাররা গোলের ব্যবধান বাড়ালে রক্ষণের উপর চাপ কম পড়বে। তাই অস্কার গোলের সামনে ফিনিশিংয়ে জোর দিচ্ছেন। বুধবার দিমিত্রিয়স দিয়ামানতাকোস, মাধি তালালরা গোল করার মহড়া সারলেন। নর্থইস্ট ইউনাইটেডেকে হারিয়ে এবারের আইএসএলে প্রথম জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। সেই আত্মবিশ্বাস নিয়েই চেন্নাইয়ানকে তাদের মাঠে হারিয়ে জয়ের ছন্দ ধরে রাখতে চায় লাল-হলুদ ব্রিগেড।

আগের ম্যাচে লাল কার্ডের নির্বাসন থাকায় নন্দকুমার ও নাওরেম মহেশ ছিলেন না। দুই সেরা উইঙ্গারের পরিবর্ত হিসেবে খেলে টিমকে ভরসা দিয়েছেন জিকসন সিং ও পি ভি বিষ্ণু। ইস্টবেঙ্গল কোচ উইনিং কম্বিনেশনেই আস্থা রাখতে চাইছেন। বুধবার অনুশীলনে দেখা গিয়েছে নর্থইস্ট ম্যাচের প্রথম এগারোকেই পরখ করে নিলেন অস্কার। শুধু আগের ম্যাচে লাল কার্ড দেখা লালচুংনুঙ্গার জায়গায় এদিন লেফট ব্যাকে প্রভাত লাকরাকে দেখে নিলেন লাল-হলুদ কোচ।

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টে কে করবে ওপেন ? মুখ খুললেন রোহিত


spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...