Sunday, November 9, 2025

বাদ ভাত-রুটি, এরপরেও ফিট থাকতে হাঁটাই মূলমন্ত্র মুখ্যমন্ত্রীর!

Date:

একমুখী কাজে কখনই আটকে থাকেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দক্ষ হাতে রাজনীতি সামলানোর পাশাপাশি কবিতা লেখা, ছবি আঁকা, আবৃত্তি সবেতেই পারদর্শী তিনি। একইসঙ্গে এই বয়সে এসেও শারীরিকভাবে ফিট রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু এর পেছনে চাবিকাঠি কী? নিউজ ১৮- এর বাংলার বিশেষ সাক্ষাৎকারে নিজে জানালেন সেই কথা।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, সুস্থ থাকতে গেলে হাঁটতে হবে। সেই সঙ্গে অবশ্যই খাওয়া-দাওয়ার বিষয়েও নজর দিতে হবে। তিনি রোজ যে নিয়ম করে হাঁটেন এই কথা অজানা নয় কারোর। তাই নিজের ফিট (fit) থাকার মূলমন্ত্রই এদিন জনসমক্ষে বিলিয়ে দেন তিনি। বলেন, আমি না হাঁটলে অস্বস্তি হয়। হাঁটলে আমার মন ভালো থাকে। আমি বেশি পরিশ্রম করতে পারি। হাঁটতে হাঁটতে সব কাজ করতে পারি। লেখা, গান আমি সমস্ত কিছু হাঁটতে হাঁটতে করি।

খাদ্যাভ্যাসের (food habit) কথা জানিয়ে তিনি বলেন, বিগত প্রায় ২০ বছর ধরে ভাত রুটি প্রায় কিছুই খান না। এমনকি উচ্ছের রস খাওয়ারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তবে শুধু রুক্ষ, কঠোর দলনেত্রী নন বরং বাড়ি ফিরে অবসর সময়ে সিরিয়াল দেখেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাতে বাড়ি ফিরে টিভিতে বেশ কিছু সিরিয়াল (serial) দেখেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকা ইন্দ্রনীল সেনগুপ্ত জানান, রাতের বেলাতেও ফোন করে মুখ্যমন্ত্রী সুর বাঁধেন, গান তৈরি করেন। এমনকি তিনি কোন গানের লাইন বা সুর ভুলে গেলে মুখ্যমন্ত্রী অবিলম্বে তা সংশোধন করে দেন। সারাদিনের কঠোর রাজনীতি, দক্ষ হাতে রাজ্যকে সামলানোর পর নিজেকে ফিট এবং চাঙ্গা রাখার এটাই যে মূল মন্ত্র তা এদিন সেই কথাই আবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version