একের পর এক নির্বাচনে রাজ্যে অপ্রতিরোধ্য তৃণমূল কংগ্রেস। ২০২৬-এও রাজ্যে তৃণমূলই থাকছে, স্পষ্ট বার্তা দিয়েছেন দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিভাবে এত বড় সংগঠনকে রাজ্য এবং দেশের বুকে প্রতিষ্ঠা করে চলেছেন প্রতিনিয়ত? নিউজ এইট্টিন বাংলার সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘আমি নয় আমরা’ মন্ত্রেই এগিয়ে চলবে তৃণমূল।
সংগঠন গড়ে তুলতে এবং তাকে এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে। এখানে আমিত্বের কোন জায়গা নেই। এটা যৌথ পরিবার। এখানে বুথ কর্মী থেকে সাংসদ পর্যন্ত সবাইকে নিয়ে সবাই কাজ করবে। এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে তিনি নিজের উদাহরণ দেন। তিনি বলেন, শৃঙ্খলা রক্ষায় যে কমিটি তৈরি হয়েছে সেখানে তিনি কোথাও নেই। সেই সঙ্গে যোগ করেন আমি আমিত্তে নয়, আমসত্ত্বে বিশ্বাস করি।
দলের এই ঐক্যের ভাবধারা বজায় রাখার জন্য শৃঙ্খলা যে সব থেকে বড় প্রয়োজন সেটাও তিনি স্পষ্ট করে দেন। তাঁর কথায় প্রতিটি পরিবার, প্রতিটি সংগঠন শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে। শৃঙ্খলাই হল দলের আত্মরক্ষার কবচ। যে কোনো সমস্যায় দলের অভ্যন্তরে কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই বাইরে দলের কথা প্রকাশ করা শৃঙ্খলার বিরোধী।
দলের শৃঙ্খলা বজায় রেখে দলকে ঐক্যবদ্ধ রাখতে যে ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন তার সঙ্গে তুলনা করা হয় দেশের ইন্ডিয়া জোটের। তিনি কি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবেন? এই প্রশ্নের উত্তরে মমতা জানান ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে এসেছিলাম। কিন্তু আমি সেটা নেতৃত্ব দিচ্ছি না। যারা লিডার তাদের দেখা উচিত। তবে আমার সঙ্গে সব আঞ্চলিক দলগুলির সম্পর্কই ভালো। আমি বলতে পারি, আমাকে দায়িত্ব দিলে এখানে বসেও চালিয়ে নিয়ে যেতে পারি।
আরও পড়ুন- দুর্ঘটনা রোধে একগুচ্ছ নির্দেশিকা! স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির ভাবনা পরিবহণ দফতরের