Friday, November 7, 2025

ট্যাবের টাকা তছরূপ: রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর মুখে

Date:

বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে বিভিন্ন রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু বাংলায় ট্যাবের (tab) টাকা তছরূপের যে তদন্ত রাজ্য পুলিশ করেছে তাতে পুলিশের প্রতি আস্থা প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নিউজ এইট্টিন বাংলার সাক্ষাৎকারে রাজ্য পুলিশের সক্রিয়তার প্রশংসা মুখ্যমন্ত্রীর মুখে।

রাজ্যের পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন। অথচ সেই স্বপ্নের টাকা কিছু অসাধু ব্যক্তির কারণে পড়ুয়াদের হাতে না পৌঁছে চলে গিয়েছে দুষ্কৃতী বা ভিন রাজ্যের অ্যাকাউন্টে (account)। তবে তা নিয়ে যে পদক্ষেপ রাজ্য পুলিশ নিয়েছে তার প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ট্যাবের (tab) ক্ষেত্রে প্রচুর টাকা দিয়েছি। প্রায় ৫২ লক্ষের বেশি ট্যাব দিয়েছি। তার মধ্যে ১৯০০ চুরির অভিযোগ এসেছে। এর মধ্যে ১৭০১ কেস খুঁজে বের করেছি।

এই ইস্যুতে ব্যাঙ্কের (bank) দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ব্যাঙ্কের মাধ্যমে টাকা যায়। ব্যাঙ্কেরও কি দায়িত্ব নয় এটা ট্র্যাক (track) করা। ব্যাঙ্কেরও দায়িত্ব বর্তায় টাকা সঠিকভাবে পড়ুয়াদের অ্যাকাউন্টে যাচ্ছে কিনা সে বিষয়ে দেখা। তারা কেন তাদের কাজ সঠিকভাবে করছে না?

তবে রাজ্য পুলিশ যে একাই পারদর্শী তা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ইতিমধ্যেই এই কাণ্ডে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এটা অনেক রাজ্যে হয়েছে, কেউ ধরতে পারেনি। আমাদের পুলিশ অনেক সক্রিয় বলে ধরতে পেরেছে। ঝাড়খন্ড, বিহারে একটা গ্যাং আছে যারা সব জায়গাতেই এটা করে বেড়ায়।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version