হুগলির চণ্ডীতলায় রবিনসন স্ট্রিটের ছায়া।শুক্রবার সকালে চণ্ডীতলার কলাছড়া খানাবাটি এলাকায় প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে মৃত অবস্থায় এক নাবালিকাকে দেখতে পান। মায়ের মানসিক ভারসাম্যহীনতার কারণে মেয়ের পচাগলা দেহটি আগলে রেখেছিলেন তিনি।মৃতার নাম অরিত্রী ঘোষ। বয়স ১৪ বছর। জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম ছিল অরিত্রী।প্রতিবেশীরা জানিয়েছেন, বাবার মৃত্যুর পর মা-মেয়ে একসঙ্গে বসবাস করতেন। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা না করায় তাদের জীবনযাপন ছিল বিচ্ছিন্ন। বাড়ির মূল দরজা সবসময় তালাবন্ধ থাকত।

জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা অরিত্রীর কাকা বিশ্বজিৎ ঘোষকে খবর দেন।তিনি চণ্ডীতলা থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অরিত্রীর কাকা জানিয়েছেন, মেয়েটির মা মানসিকভাবে অসুস্থ। তিনি প্রায়ই একাকিত্বে ভুগতেন এবং কাউকে বাড়িতে আসতে দিতেন না। অরিত্রীর মৃত্যুর পর মায়ের দেখভালের দায়িত্ব কে নেবে, তা নিয়ে উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা।হুগলির এই মর্মান্তিক ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।এবার মৃতার মায়ের দেখভালের দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশীরা।
