ভারত বিরোধিতায় বাংলাদেশের অস্ত্র উত্তর-পূর্ব! বাড়ছে পাক হানার আশঙ্কা

শেখ হাসিনা (Sheikh Hasina) জমানায় বাংলাদেশ সীমান্তে এই ট্রানজিট (transit) স্থাপনের কথাও পাকা হয়েছিল। অন্তর্বর্তী সরকার সেই প্রস্তাবে অনুমতি দিলো না।

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের উপর নাশকতামূলক শক্তি প্রয়োগের নতুন ঘাঁটি হিসাবে উঠে আসছে বাংলাদেশ (Bangladesh)। প্রকাশ্যে সংখ্যালঘুদের উপর হামলার ছবি গোটা বিশ্বকে তুলে ধরছে অন্তর্বর্তী সরকার (interim government)। তবে তার তলায় তলায় ভারতের উত্তর-পূর্বকে (North-East India) নিয়ে নতুন রাজনীতি যে ইউনুস সরকার চালাচ্ছে, তার প্রমাণ মিলছে কখনও বাংলাদেশের উপদেষ্টাদের বক্তব্যে, কখনও পদক্ষেপে।

সম্প্রতি বাংলাদেশের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ভারতের উত্তরপূর্বকে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি দেওয়া হয়। মিছিল থেকে সেভেন সিস্টার্সে (Seven Sisters) আগুন জ্বালানোর বার্তাও দেওয়া হয়। এবার প্রশাসনিকভাবে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ব্যান্ডউইথ ট্রানজিটের (bandwidth transit) উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশের পথে বাংলাদেশ (Bangladesh)। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশকে ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিট সম্প্রসারণের পরিকল্পনা করেছিল ভারত। শেখ হাসিনা (Sheikh Hasina) জমানায় বাংলাদেশ সীমান্তে এই ট্রানজিট (transit) স্থাপনের কথাও পাকা হয়েছিল। অন্তর্বর্তী সরকার সেই প্রস্তাবে অনুমতি দিলো না।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (BTRC) পক্ষ থেকে ব্যান্ডউইথ ট্রানজিট (bandwidth transit) নিষিদ্ধ করা হল। ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের বা সর্বত্র যোগাযোগ বাড়ানোর যে প্রক্রিয়া শুরু হতে যাচ্ছিল তা বাধা প্রাপ্ত হল। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যোগাযোগের সমস্যার দরুণ ইতিমধ্যেই মনিপুরে (Manipur) হিংসার ঘটনায় রাশ টানতে পারেনি কেন্দ্রের সরকার। যোগাযোগ বাড়ানোর রাস্তাও অনেকাংশে এবার বন্ধ হয়ে গেল।

এই পরিস্থিতিতে পাকিস্তানের (Pakistan) সঙ্গে সরাসরি উড়ানের রাস্তা খুলে দিচ্ছে বাংলাদেশ। সম্প্রতি বাণিজ্যিক ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন শুরু করেছে বাংলাদেশ। এবার সরাসরি উড়ান চালুর পদক্ষেপ নেওয়া শুরু করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (interim government)। ফলে পাকিস্তান থেকে বাংলাদেশ পৌঁছানো এবার হবে আরও সহজ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের আশঙ্কা, এমনিতেই হাসিনার সময়ে ভারতের উত্তর-পূর্বে বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের নজির রয়েছে। মহম্মদ ইউনুসের (Mohammed Yunus) ঢিলেঢালা অন্তর্বর্তী সরকারের সময়ে অবাধ পাক-প্রবেশে সেই সম্ভাবনা ফের বাড়ার আশঙ্কা থাকছে। উপরন্তু ভারতের উত্তর-পূর্বের সঙ্গে যোগাযোগে বাংলাদেশের ইচ্ছাকৃত বাধা আরও সেই আশঙ্কাকে ইন্ধন দিচ্ছে।