সংখ্যালঘু নিপীড়নের জের! ডুয়ার্স উৎসবে ব্রাত্য থাকছে বাংলাদেশ

সংখ্যালঘু নিপীড়নের জের। এবার ডুয়ার্স উৎসবেও থাকছে না বাংলাদেশি স্টল। কলকাতা বইমেলা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার ডুয়ার্স উৎসব। প্রতি বছরই এই উৎসবে ওপার বাংলার ইলিশ এবং শাড়ির স্টল অংশ নেয়। এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়নি।

চলতি বছর ১৯তম ডুয়ার্স উৎসবের আয়োজন চলছে জোরকদমে। এই উৎসব শুরু হয় ২০০৫ সালে। আগামী ২ থেকে ১২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে ডুয়ার্স উৎসব। বাংলাদেশের কোনও স্টল ছাড়াই এবছর এই উৎসবের আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন- আবাসের টাকা দিতে রাজ্য সরকার ব্যবহার করছে সাইবার সুরক্ষা বলয়