Wednesday, November 5, 2025

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নতুন দল বাংলায়! জল্পনা উসকে দিলেন সেলিম

Date:

সিপিএম (CPM) শূন্যে নেমেছে, কংগ্রেস (Congress) ধুয়ে মুছে সাফ। বাংলায় বিকল্প বিরোধী হয়ে উঠতে পারেনি বিজেপিও (BJP)। এই পরিস্থিতিতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) রাজ্যে নতুন দলের জল্পনা উসকে দিলেন। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন বিরোধীদের দৈন্যদশাও। সেলিমের সেই দাবির পাল্টা কটাক্ষ ছুড়ে দিল তৃণমূলও (TMC)। ২০২৬-এর বিধানসভা নির্বাচন (assembly election 2026) যত এগিয়ে আসছে, ততই নিত্য নতুন জল্পনা তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক মহল জল তৈরি হয়েছে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নতুন রাজনৈতিক দল তৈরি নিয়ে। সেই জল্পনা উসকে দিয়েছে সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিমের সাম্প্রতিক একটি মন্তব্য। সেলিম (Mohammed Selim) দাবি করেছেন, রাজ্যের নতুন দল আসছে। আর সেই দল তৈরি হবে বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) ভেঙে। তৃণমূল ও বিজেপির মধ্যে থেকেই আরেকটা দক্ষিণপন্থী দল তৈরি হবে। তৃণমূল ও বিজেপিতে যাঁরা শ্বাস নিতে পারছেন না, তাঁরাই তৈরি করবেন বিকল্প দল। তিনি এমনও জানিয়েছেন, বিকল্প এই দলের নেতৃত্বে থাকবেন একজন শীর্ষস্থানীয় নেতাও। ইতিমধ্যে নির্বাচন কমিশনে নাকি আবেদনও জমা পড়েছে বলে দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক।

তাঁর এমন ‘আজব’ দাবির পর পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজ্যে সিপিএম দলটা শূন্যে নেমে গিয়েছে। আর উনি রাজ‌্য সম্পাদকের চেয়ার আঁকড়ে বসে কল্পকাহিনি রচনা করছেন। একটার পর একটা ভোটে শোচনীয় পরাজয় হচ্ছে আপনার পার্টির। তাই আগে নিজের দলকে সামলান, তারপর অন‌্য দলের জন্মের খোঁজ নেবেন।

রাজনৈতিক মহল মনে করছে, সিপিএম কৌশলে নতুন দলের তত্ত্ব বাজারে ভাসিয়ে দিচ্ছে। পরিকল্পনা করেই সিপিএম বলছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে যে নতুন দল আসছে, তা বামপন্থী নয়, দক্ষিণপন্থী। সেখানে পরিচিত রাজনৈতিক মুখকে দেখা যেতে পারে নেতৃত্বে।

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version