Sunday, August 24, 2025

সন্ত্রাসবাদী মাসুদের প্রকাশ্যে ভাষণ পাকিস্তানে! ইসলামাবাদের দ্বিচারিতার বিচার দাবি নয়াদিল্লির

Date:

জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) পাকিস্তানের প্রকাশ্য রাস্তায় ভাষণের ভিডিও সামনে আসতেই প্রতিবেশী রাষ্ট্রের দ্বিচারিতা নিয়ে সরব হলো ভারত (India)। নয়াদিল্লি (New Delhi) বারবারই অভিযোগ করেছে যে মাসুদ পাকিস্তানের লুকিয়ে রয়েছেন। রাষ্ট্রপুঞ্জ যাঁকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছে, সেই আজহার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পাকভূমিতে রয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই তথ্য যদি সত্যি বলে প্রমাণিত হয় তাহলে সে ক্ষেত্রে বিশ্বের কাছে ইসলামাবাদের দ্বিচারিতা ফাঁস করল ভারত, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

বিশ্বের তাবড় তদন্তকারী সংস্থা মাসুদকে খুঁজছে। এর মাঝেই সম্প্রতি প্রকাশ্যে আসো একটা রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে প্রকাশ্যে ভাষণ দিয়েছেন জইশ প্রধান। শুক্রবার এ প্রসঙ্গে কড়া বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। যেখানে আন্তর্জাতিক অপরাধী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে সেখানে প্রশাসনের মদত ছাড়া কী করে একজন সন্ত্রাসবাদি সন্ত্রাসবাদী এভাবে ঘুরে বেড়াতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে এই ঘটনার দ্রুত বিচার চেয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, ‘‘আমরা ওঁর (মাসুদের) বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি। মাসুদ যে পাকিস্তানে আছেন, তা বার বার অস্বীকার করেছে ইসলামাবাদ।অবিলম্বে ওঁকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।” রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ২০১৯ সালের মে মাসে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত এবং তালিকাভুক্ত করা হয়।মাসুদ ভারতের সীমান্তে একাধিক জঙ্গিহানা ঘটিয়েছে। ২০০১ সালের সংসদ হানা, ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গিহানা, ২০১৬ সালের পাঠানকোট হামলা, ২০০১ সালে জম্মু ও কাশ্মীরের বিধানসভা চত্বরে জঙ্গি হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই মাসুদের বিরুদ্ধে।


Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version