Tuesday, August 26, 2025

চোট সারিয়ে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। ইতিমধ্যে রঞ্জিট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নজর কেড়েছেন শামি। এবার প্রশ্ন উঠছে কবে অস্ট্রেলিয়া সফরে পাঠানো হবে তাঁকে। কী সিদ্ধান্ত নিচ্ছেন জাতীয় নির্বাচকেরা? আর এই নিয়ে এল বড় আপডেট। সূত্রের খবর, শামির অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে যোগ দেওয়া নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। ফিটনেসে পাস করলেই ভারতীয় দলের দরজা খুলে যাবে শামির কাছে।

এই নিয়ে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘‘ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য শামি বেঙ্গালুরু গিয়েছে। আমরা এনসিএর রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ঘরোয়া ক্রিকেটের কয়েকটা ম্যাচ খেলেছে শামি। শামিকে দেখে আপাত ভাবে ভালই মনে হয়েছে সকলের। ওর জামাকাপড় সব তৈরি রয়েছে। আমরা এনসিএর ফিটনেস সংক্রান্ত শংসাপত্রের জন্য অপেক্ষা করছি।” জানা যাচ্ছে, দু’-এক দিনের মধ্যেই শামির ফিটনেস সংক্রান্ত রিপোর্ট হাতে পেয়ে যাবেন জাতীয় নির্বাচকেরা। এনসিএর বিশেষজ্ঞেরা ছাড়পত্র দিলে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানো হবে শামিকে। সেক্ষেত্রে তৃতীয় টেস্টে হইত মাঠে নামতে পারবেন তিনি।

জানা যাচ্ছে, রঞ্জি এবং মুস্তাক আলিতে শামি যখন খেলছিলেন, তখন তাঁর ওপর নজর রেখেছেন বিসিসিআইয়ের ক্রীড়াবিজ্ঞান বিভাগের প্রধান নিতিন প্যাটেল, এনসিএর ট্রেনার নিশান্ত বোরদোলোই এবং অন্যতম জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। বাংলার হয়ে খেলা আটটি ম্যাচে শামির ফিটনেস খতিয়ে দেখেছেন তাঁরা।

আরও পড়ুন- অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ভারত, দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান টিম ইন্ডিয়ার

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version