Monday, August 25, 2025

বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, বড়দিনের আগে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন

Date:

হিমালয় পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা৷ সাইক্লোনিক সার্কুলেশন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরের উপরে৷ সেটি সমুদ্রতল থেকে ৩.১ কিমি বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এর আগে ঘুর্ণিঝড় ফেনজলের জেরে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পদুচেরিতে এর ল্যান্ডফল হওয়ার কারণে বিপদ থেকে রক্ষা পেয়েছিল এ রাজ্য। তামিলনাড়ুতে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল ফেনজলের জন্য। এখনও চলছে তার ত্রাণকাজ।তবে এবার ফের একবার নতুন করে সাবধানবানী শোনাল হাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এটি পশ্চিম-উত্তরপূর্বদিকে ক্রমশ সরে যাবে। তবে এটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী কয়েকদিনের মধ্যেই। ফলে উপকূলের জেলাগুলিতে ১২ এবং ১৩ ডিসেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘুর্ণিঝড় ফেনজলের পর এই নিম্নচাপ ফের নতুন করে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,সমুদ্র থেকে এটি বর্তমানে প্রচুর শক্তি সঞ্চয় করছে। এর ফলে তামিলনাড়ু থেকে শুরু করে তার পাশের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই এই এলাকাগুলিতে ফের জারি করা হয়েছে সতর্কতা। বিভিন্ন ফ্লাইওভারে সেই সময় যাতে কোনও গাড়ি না ওঠে তার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের শীর্ষকর্তারা ইতিমধ্যে ঘন ঘন বৈঠক করছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও তৈরি করা হচ্ছে। সমুদ্র তীরবর্তী স্থানগুলিকে ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে।

চেন্নাই মেট্রো রেলের সময়সীমা পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি বিমানের সময়সূচিরও পরিবর্তন করা হবে। সমুদ্র উত্তাল হওয়ার ফলে মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের দিক পরিবর্তিত হলে তা বাংলার দিকেও আসতে পারে। সেজন্য জারি করা হয়েছে আগাম সতর্কতা। তবে এর জেরে ফের বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...
Exit mobile version