অস্ট্রেলিয়া সফরে কি যাচ্ছেন শামি? এল বড় আপডেট

এই নিয়ে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘‘ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য শামি বেঙ্গালুরু গিয়েছে।

চোট সারিয়ে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। ইতিমধ্যে রঞ্জিট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নজর কেড়েছেন শামি। এবার প্রশ্ন উঠছে কবে অস্ট্রেলিয়া সফরে পাঠানো হবে তাঁকে। কী সিদ্ধান্ত নিচ্ছেন জাতীয় নির্বাচকেরা? আর এই নিয়ে এল বড় আপডেট। সূত্রের খবর, শামির অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে যোগ দেওয়া নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। ফিটনেসে পাস করলেই ভারতীয় দলের দরজা খুলে যাবে শামির কাছে।

এই নিয়ে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘‘ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য শামি বেঙ্গালুরু গিয়েছে। আমরা এনসিএর রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ঘরোয়া ক্রিকেটের কয়েকটা ম্যাচ খেলেছে শামি। শামিকে দেখে আপাত ভাবে ভালই মনে হয়েছে সকলের। ওর জামাকাপড় সব তৈরি রয়েছে। আমরা এনসিএর ফিটনেস সংক্রান্ত শংসাপত্রের জন্য অপেক্ষা করছি।” জানা যাচ্ছে, দু’-এক দিনের মধ্যেই শামির ফিটনেস সংক্রান্ত রিপোর্ট হাতে পেয়ে যাবেন জাতীয় নির্বাচকেরা। এনসিএর বিশেষজ্ঞেরা ছাড়পত্র দিলে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানো হবে শামিকে। সেক্ষেত্রে তৃতীয় টেস্টে হইত মাঠে নামতে পারবেন তিনি।

জানা যাচ্ছে, রঞ্জি এবং মুস্তাক আলিতে শামি যখন খেলছিলেন, তখন তাঁর ওপর নজর রেখেছেন বিসিসিআইয়ের ক্রীড়াবিজ্ঞান বিভাগের প্রধান নিতিন প্যাটেল, এনসিএর ট্রেনার নিশান্ত বোরদোলোই এবং অন্যতম জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। বাংলার হয়ে খেলা আটটি ম্যাচে শামির ফিটনেস খতিয়ে দেখেছেন তাঁরা।

আরও পড়ুন- অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ভারত, দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান টিম ইন্ডিয়ার