Tuesday, November 4, 2025

মমতা ইন্ডিয়া জোটের প্রধান দূত হন: নেত্রীর বার্তার পরেই প্রতিক্রিয়া শিবসেনার

Date:

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট (I.N.D.I.A. alliance) নিজেই তৈরি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু দিল্লির প্রতি অনাশক্ত মমতা কখনই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে এগিয়ে যাননি। তবে সম্প্রতি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পরই একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজনে তিনি এই জোটের নেতৃত্ব দিতে প্রস্তুত। বাংলার মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই ইচ্ছাপ্রকাশের পরই তাঁকে সমর্থন জানিয়েছে শিবসেনা (Shivsena)। প্রয়োজনে কলকাতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার কথাও জানান শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut)।

একের পর এক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে লড়াই করে পরাজয়ের মুখে ইন্ডিয়া জোট (I.N.D.I.A. alliance)। যে সব রাজ্যে বিধানসভায় জয় এসেছে সেখানে মূল ভূমিকা নিয়েছে আঞ্চলিক দলগুলি। ফলে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি ক্ষোভের সুরে জানান, তাঁকে এই জোটে অনেকেই পছন্দ করেন না। তবে দায়িত্ব পেলে তিনি বাংলায় বসেই ইন্ডিয়া জোট পরিচালনা করতে পারেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর তাঁকে ইন্ডিয়ার নেত্রীর হিসাবে সমর্থনের পথে শিবসেনা (Shivsena)। উদ্ধব গোষ্ঠীর মুখপাত্র (spokes person) জানান, আমরা সবাই চাই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের প্রধান দূত থাকুন। আমাদের সঙ্গে থাকুন। মমতা, কেজরিওয়াল ও শিবসেনা একসঙ্গেই রয়েছি। যদি সামান্য কোনও মত পার্থক্যও থাকে তার জন্য আমরা নিজেরাই ওনার সঙ্গে তা নিয়ে কলকাতা গিয়ে কথা বলব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পর ইন্ডিয়া জোটের অনেক সদস্যই জোটে কংগ্রেসের নেতৃত্বের উপর প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আরো বাড়লে তাঁরা খুশি হবেন বলেই জানিয়েছেন। সমাজবাদী পার্টির মুখপাত্র উদয়বীর সিং জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এরকম ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে তাঁর জন্য ১০০ শতাংশ সমর্থন রয়েছে। বাংলায় বিজেপিকে প্রতিহত করতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা নিয়েছেন সেই ভূমিকা মনে করেই ইন্ডিয়া জোটের অন্যান্য দলেরও তাঁকে সমর্থন জানানো উচিত। বিষয়টি বিবেচনা করে দেখা উচিত। অন্যদিকে এনসিপির সংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, ভারতের রাজনীতিতে বড় ভূমিকা পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ইন্ডিয়া জোটে তিনি আরো বড় দায়িত্ব পালন করতে চান তবে তাঁর প্রতি সমর্থন রয়েছে।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version