Friday, November 14, 2025

ফুটবল অনুশীলন করতে গিয়ে মাঠেই মৃত্যু কিশোরের, শোকের ছায়া এলাকায়

Date:

Share post:

প্রত্যেক দিনের মতোই ফুটবল অনুশীলন করতে গিয়েছিলেন। আর সেখানে মাঠেই মৃত্যু হল এক কিশোরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম আদিত্য চক্রবর্তী। বয়স মাত্র ১১ বছর। কিশোরের বাড়ি সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লি এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় বছর চারেক ধরে স্থানীয় কামদা কিঙ্কর স্টেডিয়ামে ফুটবল অনুশীলন করত ওই কিশোর। শুক্রবার বিকেলে মামা রবীন সিংয়ের সঙ্গে অনুশীলনে গিয়েছিল সে। অন্যান্য দিনের মতো মাঠেই মিনিট ৩০ ধরে দৌড়চ্ছিল সে। কিন্তু আচমকাই মাঝমাঠে দাঁড়িয়ে যায় সে। তারপরই মাটিতে লুটিয়ে পড়ে আদিত্য।প্রথমে কেউ কিছুই বুঝে উঠতে পারেননি।

স্টেডিয়ামেই ছিলেন মামা ও আরও এক অনুশীলনকারী শাহবাজ খান। তারা তড়িঘড়ি আদিত্যকে সাঁইথিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি আদিত্যকে। সরকারিভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও, পরিবারের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে আদিত্যর।স্থানীয়রা জানিয়েছেন, সিউড়ির একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল আদিত্য। মা রেল হাসপাতালের নার্সিং স্টাফ। অণ্ডালে কর্মরত। ঘটনায় শোকের ছায়া পরিবারে। এভাবে অকালে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

 

spot_img

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...