Thursday, November 6, 2025

মোদির আমলে ‘বিশ্বমানে’র স্বাস্থ্যব্যবস্থা বিপর্যয়ের আর এক নাম, ভিডিও-য় করুণ চিত্র তুলে ধরে তৃণমূল

Date:

Share post:

মোদির ভারতে নাকি বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা! সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার প্রমাণ দিচ্ছে প্রতিনিয়ত। এই মর্মেই একটি ভিডিও প্রকাশ করে মোদি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থার করুণ নিদর্শন তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সেখানে তৃণমূল জানিয়েছে, মোদি সরকার যতই দাবি করুক, তারা বিশ্বমানের স্বাস্থ্যব্যবস্থা তৈরি করেছে, তা আদতে ভুয়ো। কেননা মোদির শাসনকালে ভারতের স্বাস্থ্য পরিষেবার আসল চিত্র প্রতি পদক্ষেপে অন্য কথা বলছে।

একটার পর একটা ঘটনা তুলে ধরে তৃণমূল কেন্দ্রের নেতৃত্বাধীন সরকারের অপদার্থতা তুলে ধরেছে। তৃণমূল ভিডিও প্রকাশ করে জানিয়েছে, মোদিজির আমনে নাকি দেশে উন্নত হচ্ছে স্বাস্থ্যসেবা! একবার দেখুন তো চোখ মেলে। উত্তরপ্রদেশ সন্তান জন্মের পর মাতৃহারা হল। লিফট ভেঙে মা প্রাণ হারাল হাসপাতালে! কী মর্মান্তিক। এটা কি নিছক শুধু দুর্ঘটনা, নাকি ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা। স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোয় গাফিলতির খেসারত! আবার একইদিনে মোদিরাজ্য গুজরাতে ফাঁস হয়ে গেল জাল মেডিক্যাল ডিগ্রি। সেখানে ৭০ হাজার টাকায় বিক্রি করা হত জাল মেডিক্যাল সার্টিফিকেট। আর তা নিয়ে রমরমিয়ে ব্যবস্থা করত ভুয়ো ডাক্তাররা। এই ঘটনায় ১৪ জন ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ভেবে দেখেছেন কি এই জাল চক্রের ফলে কত ভুয়ো ডাক্তার ছড়িয়ে পড়েছে রাজ্যে! কিছুদিন আগেই উত্তরপ্রদেশের ঝাঁসি হাসপাতেল ঘটে গিয়েছে হৃদয়বিদারক ঘটনা। আগুনে ঝলছে মৃত্যু হয়েছে ১০ নবজাতকের। আর মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ১২ জন নবজাতক-সহ ২৪ জনের মৃত্যু হল ওষুধ আর স্বাস্থ্যকর্মীর অভাবে। এখানেই শেষ নয়, কানপুরে ১৪ জন শিশু বিপজ্জনক রক্ত দেওয়ায় হেপাটাইটিস বি এবং এইচআইভি সংক্রামিত হয়েছে। এই ঘটনাবলীয় ইতিবৃত্ত বর্ণনা করে ভিডিও-য় তৃণমূল জানিয়েছে, এসব ঘটনা যদি বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবার মাপকাঠি হয়, তাহলে মোদি সরকারের আমলে সত্যিই উন্নত হচ্ছে।

তৃণমূলের কথায়, প্রতিক্ষেত্রেই দেখা যাচ্ছে বিজেপিশাসিত ডাবল ইঞ্জিন রাজ্যের বেহাল পরিস্থিতি। প্রমাণ হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার মানে ডাবল বিপর্যয়। এগুলো দুর্ঘটনা নয়, এই মৃত্যুগুলো সরকারের অবহেলাই প্রমাণ করে। এগুলো আসলে সরকারের অবহেলায় নাগরিক খুন।

আরও পড়ুন- সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আদিবাসী যুবতীর দেহ!

spot_img

Related articles

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...

সকালে শীতের আমেজ, রাতে পারদ পতনের সম্ভাবনা!

শীতের (Winter) অফিশিয়াল ঘোষণা হোক বা না হোক নভেম্বরের গোড়া থেকেই সকাল রাতে প্রকৃতির হিমেল ছোঁয়ায় শিহরিত হচ্ছে...

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...