Wednesday, December 17, 2025

মোদির আমলে ‘বিশ্বমানে’র স্বাস্থ্যব্যবস্থা বিপর্যয়ের আর এক নাম, ভিডিও-য় করুণ চিত্র তুলে ধরে তৃণমূল

Date:

Share post:

মোদির ভারতে নাকি বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা! সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার প্রমাণ দিচ্ছে প্রতিনিয়ত। এই মর্মেই একটি ভিডিও প্রকাশ করে মোদি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থার করুণ নিদর্শন তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সেখানে তৃণমূল জানিয়েছে, মোদি সরকার যতই দাবি করুক, তারা বিশ্বমানের স্বাস্থ্যব্যবস্থা তৈরি করেছে, তা আদতে ভুয়ো। কেননা মোদির শাসনকালে ভারতের স্বাস্থ্য পরিষেবার আসল চিত্র প্রতি পদক্ষেপে অন্য কথা বলছে।

একটার পর একটা ঘটনা তুলে ধরে তৃণমূল কেন্দ্রের নেতৃত্বাধীন সরকারের অপদার্থতা তুলে ধরেছে। তৃণমূল ভিডিও প্রকাশ করে জানিয়েছে, মোদিজির আমনে নাকি দেশে উন্নত হচ্ছে স্বাস্থ্যসেবা! একবার দেখুন তো চোখ মেলে। উত্তরপ্রদেশ সন্তান জন্মের পর মাতৃহারা হল। লিফট ভেঙে মা প্রাণ হারাল হাসপাতালে! কী মর্মান্তিক। এটা কি নিছক শুধু দুর্ঘটনা, নাকি ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা। স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোয় গাফিলতির খেসারত! আবার একইদিনে মোদিরাজ্য গুজরাতে ফাঁস হয়ে গেল জাল মেডিক্যাল ডিগ্রি। সেখানে ৭০ হাজার টাকায় বিক্রি করা হত জাল মেডিক্যাল সার্টিফিকেট। আর তা নিয়ে রমরমিয়ে ব্যবস্থা করত ভুয়ো ডাক্তাররা। এই ঘটনায় ১৪ জন ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ভেবে দেখেছেন কি এই জাল চক্রের ফলে কত ভুয়ো ডাক্তার ছড়িয়ে পড়েছে রাজ্যে! কিছুদিন আগেই উত্তরপ্রদেশের ঝাঁসি হাসপাতেল ঘটে গিয়েছে হৃদয়বিদারক ঘটনা। আগুনে ঝলছে মৃত্যু হয়েছে ১০ নবজাতকের। আর মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ১২ জন নবজাতক-সহ ২৪ জনের মৃত্যু হল ওষুধ আর স্বাস্থ্যকর্মীর অভাবে। এখানেই শেষ নয়, কানপুরে ১৪ জন শিশু বিপজ্জনক রক্ত দেওয়ায় হেপাটাইটিস বি এবং এইচআইভি সংক্রামিত হয়েছে। এই ঘটনাবলীয় ইতিবৃত্ত বর্ণনা করে ভিডিও-য় তৃণমূল জানিয়েছে, এসব ঘটনা যদি বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবার মাপকাঠি হয়, তাহলে মোদি সরকারের আমলে সত্যিই উন্নত হচ্ছে।

তৃণমূলের কথায়, প্রতিক্ষেত্রেই দেখা যাচ্ছে বিজেপিশাসিত ডাবল ইঞ্জিন রাজ্যের বেহাল পরিস্থিতি। প্রমাণ হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার মানে ডাবল বিপর্যয়। এগুলো দুর্ঘটনা নয়, এই মৃত্যুগুলো সরকারের অবহেলাই প্রমাণ করে। এগুলো আসলে সরকারের অবহেলায় নাগরিক খুন।

আরও পড়ুন- সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আদিবাসী যুবতীর দেহ!

spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...