Monday, November 3, 2025

KIFF: ফিল্মোৎসবে আজ ফ্রান্সের ছবি ‘কল অফ ওয়াটার’, সন্ধ্যায় ‘পরিক্রমা’র স্পেশাল স্ক্রিনিং

Date:

শনিতে সিনে আনন্দ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (30th Kolkata International Film Festival) প্রাঙ্গণ জুড়ে। আজ বিকেলে নন্দন ১ (Nandan 1) প্রেক্ষাগৃহে ফোকাস কান্ট্রি ফ্রান্সের ছবি ‘কল অফ ওয়াটার’ (Call of Water) দেখানো হবে। সিনেমার শুরু হবে বিকেল চারটে, তার আধঘণ্টা আগে পাস কালেক্ট করতে পারবেন আগ্রহীরা। বাংলা ছবির ক্যাটেগরিতে এবছরের চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সেন গৌতম ঘোষের (Goutam Ghosh) নতুন ছবি ‘পরিক্রমা’র স্পেশাল স্ক্রিনিং হওয়ার কথাও রয়েছে।

শীতের আমেজ উপভোগ করা যাক বা না যাক, শহর জুড়ে সিনেমার আনন্দ বেশ অনুভব করতে পারছেন সব বয়সী বিনোদন প্রেমীরা। ৪ তারিখ থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) যা চলবে আগামী ১১ তারিখ পর্যন্ত। শনিবার উৎসবের প্রথম উইকেন্ড, আর এই দিনের অন্যতম চমক রয়েছে রবীন্দ্র সদনেই। সন্ধে সাড়ে ৬টায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত ‘এই রাত তোমার আমার’। যে সিনেমার মূল চমক অঞ্জন দত্ত (Anjan Dutta), অপর্ণা সেন (Aparna Sen) জুটি। অন্যদিকে নজরুল তীর্থে রয়েছে বাংলা প্যানোরমা ‘ভানু’। তবে সকাল থেকেও একগুচ্ছ ভাল সিনেমা দেখার সুযোগ রয়েছে। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া শ্যাম বেনেগালের মাস্টারপিস ‘মন্থন’ এগারোটা থেকে দেখা যাবে নন্দন ২ (Nandan 2) অডিটোরিয়ামে। এ ছবি সিনে পড়ুয়াদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ওই একই সময়ে রবীন্দ্রসদনে থাকছে সৌম্যদীপ ঘোষচৌধুরীর ‘নো মাস নো দিন এবং অন্তহীন’। দুপুর দেড়টায় শিশিরমঞ্চে ‘ব্লাইন্ড স্পট’ (Blind Spot) । সন্ধে সাড়ে ৬টায় ডেনমার্কের ছবি ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’ (The Girl with the Needle) দেখে নিতে পারেন। একই সময়ে একতারা মুক্ত মঞ্চে থাকছে সিনে আড্ডা, থাকবেন টলিউডের নামী তারকারা। মেক্সিকোর পরিচালক অ্যালেজান্দ্র গারবার (Alejandro Gerber Bicecci) নন্দন চত্বরে থাকবেন বলে জানা যাচ্ছে।


Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version