Tuesday, August 26, 2025

বিসিসিআই পেল নতুন সচিব , জয় শাহ’র ছেড়ে যাওয়া জায়গায় এলেন এলেন এই ক্রিকেট কর্তা

Date:

অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড পেল নতুন সচিব। বিসিসিআই-এর নতুন সচিব হলেন দেবজিৎ সাইকিয়াই। এর আগে বোর্ড সচিব ছিলেন জয় শাহ। তবে এখন নতুন দায়িত্ব পেয়েছেন জয় শাহ। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান হয়েছে তিনি। তাই এতদিন ফাঁকা ছিল বিসিসিআই-এর সচিব বোর্ডের পদ। সেই পদেই বসলেন দেবজিৎ সাইকিয়াই। বিসিসিআই সভাপতি রজার বিনি তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব হিসাবে দেবজিৎকে নিয়োগ করেছেন। আসমের ক্রিকেট কর্তা ছিলেন দেবজিত।

জানা যাচ্ছে, সংবিধানের সাতের এক (ডি) ধারা ব্যবহার করে দেবজিৎ সাইকিয়াইকে সচিব হিসাবে কাজ চালানোর ক্ষমতা দিয়েছেন বোর্ড সভাপতি রজার বিনি। দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত দেবজিৎ সাইকিয়াই। বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে। তার পর হবে আবার নির্বাচন। সেই পর্যন্ত সচিবের দায়িত্ব পালন করবেন দেবজিৎ। উল্লেখ্য, ২০২২ সালে বোর্ডের যে নতুন সংবিধান তৈরি হয়েছে, তাতে সচিবকেই প্রায় যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে।

দেবজিৎকে বোর্ডের সচিব হিসাবে নিয়োগ করে বোর্ড সভাপতি রজার বিনি বলেন, “বোর্ড স্থায়ী সচিব না পাওয়া পর্যন্ত দেবজিৎ কাজ চালাবেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন দেবজিৎ। ”

জানা যাচ্ছে, দেবজিৎ সাইকিয়াই ছাড়াও , বোর্ড সচিব হওয়ার দৌড়ে ছিলেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেলও। তবে শেষমেশ জয় শাহ-এর ছেড়ে যাওয়া পদের জন্য বেছে নেওয়া হয় দেবজিৎ সাইকিয়াইকে।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, দিন-রাতের টেস্টে দাপুটে জয় অজিদের, ১০ উইকেটে হারল টিম ইন্ডিয়া


Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version