Wednesday, November 12, 2025

বিসিসিআই পেল নতুন সচিব , জয় শাহ’র ছেড়ে যাওয়া জায়গায় এলেন এলেন এই ক্রিকেট কর্তা

Date:

অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড পেল নতুন সচিব। বিসিসিআই-এর নতুন সচিব হলেন দেবজিৎ সাইকিয়াই। এর আগে বোর্ড সচিব ছিলেন জয় শাহ। তবে এখন নতুন দায়িত্ব পেয়েছেন জয় শাহ। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান হয়েছে তিনি। তাই এতদিন ফাঁকা ছিল বিসিসিআই-এর সচিব বোর্ডের পদ। সেই পদেই বসলেন দেবজিৎ সাইকিয়াই। বিসিসিআই সভাপতি রজার বিনি তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব হিসাবে দেবজিৎকে নিয়োগ করেছেন। আসমের ক্রিকেট কর্তা ছিলেন দেবজিত।

জানা যাচ্ছে, সংবিধানের সাতের এক (ডি) ধারা ব্যবহার করে দেবজিৎ সাইকিয়াইকে সচিব হিসাবে কাজ চালানোর ক্ষমতা দিয়েছেন বোর্ড সভাপতি রজার বিনি। দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত দেবজিৎ সাইকিয়াই। বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে। তার পর হবে আবার নির্বাচন। সেই পর্যন্ত সচিবের দায়িত্ব পালন করবেন দেবজিৎ। উল্লেখ্য, ২০২২ সালে বোর্ডের যে নতুন সংবিধান তৈরি হয়েছে, তাতে সচিবকেই প্রায় যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে।

দেবজিৎকে বোর্ডের সচিব হিসাবে নিয়োগ করে বোর্ড সভাপতি রজার বিনি বলেন, “বোর্ড স্থায়ী সচিব না পাওয়া পর্যন্ত দেবজিৎ কাজ চালাবেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন দেবজিৎ। ”

জানা যাচ্ছে, দেবজিৎ সাইকিয়াই ছাড়াও , বোর্ড সচিব হওয়ার দৌড়ে ছিলেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেলও। তবে শেষমেশ জয় শাহ-এর ছেড়ে যাওয়া পদের জন্য বেছে নেওয়া হয় দেবজিৎ সাইকিয়াইকে।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, দিন-রাতের টেস্টে দাপুটে জয় অজিদের, ১০ উইকেটে হারল টিম ইন্ডিয়া


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version