মহারাষ্ট্র (Maharashtra) ভোটে মহাবিকাশ আঘাড়ির (MVA) পরাজয় নাড়িয়ে দিয়েছে ইন্ডিয়া (INDIA) জোটের ভিত। কংগ্রেস (Congress) ফের ব্যর্থ বিজেপিকে (BJP) হারাতে। আর তার জেরেই আলগা হচ্ছে বাঁধন। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে-ঘনিষ্ঠ (Uddhav Thackeray) নেতার বাবরি মসজিদ (Babri Mosque) ভাঙা নিয়ে মন্তব্যের জেরে জোট ছেড়ে বেরিয়ে এল অখিলেশ সিং যাদবের (Akhilesh Singh Yadav) সমাজবাদী পার্টি (SP)। শনিবার মহাবিকাশ আঘাড়ি থেকে সমর্থন প্রত্যহারের কথা ঘোষণা করেন সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি আবু আসিম আজমি।

মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ)-এর জোট ‘মহাবিকাশ আঘাড়ী’। সমাজবাদী পার্টি এই জোট ছাড়ার কারণ হিসেবে বর্ণনা করেছে, মহারাষ্ট্র বিধানসভায় পরাজয়ের পর উদ্ধব ঠাকরের দল হিন্দুত্ববাদী রাজনীতি শুরু করছে। তাই এই জোট থেকে তারা সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। সম্প্রতি উদ্ধব-ঘনিষ্ঠ শিবসেনা নেতা মিলিন্দ নারভেকার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। শনিবার বাবরি মসজিদ ধ্বংসের ৩২তম বর্ষপূর্তিতে তিনি লেখেন, যাঁরা বাবরি ভেঙেছিলেন তাঁদের জন্য আমি গর্বিত। সেই পোস্টে তিনি বাবরি মসজিদ ভাঙার ছবির সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে, উদ্ধব ঠাকরে ও আদিত্য ঠাকরের ছবিও দেন। তারপরই জোট ছাড়ার কথা ঘোষণা করে সমাজবাদী পার্টির তরফে বিবৃতি দেন মহারাষ্ট্রের পার্টি প্রধান। তাঁর সাফ কথা, সমাজবাদী পার্টি কখনও সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে থাকেনি। এবারও থাকব না। আমরা মহাবিকাশ আঘাড়ী থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি। এরপর তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, মহারাষ্ট্রে সমাজবাদী পার্টি একা লড়বে। কিন্তু আদর্শচ্যুত হয়ে শিবসেনা (উদ্ধব)-র সঙ্গে থাকবে না। তিনি প্রশ্ন ছুড়ে দেন, শিবসেনার এই ধরনের মন্তব্যের পর বিজেপির সঙ্গে তাদের ফারাক কী রইল?

সমাজবাদী পার্টির সমর্থন প্রত্যাহার প্রসঙ্গে রাজনৈতিক মহলের অভিমত, এই সিদ্ধান্ত হয়তো মহারাষ্ট্র রাজনীতিতে তেমন কোনও প্রভাব ফেলবে না। মহারাষ্ট্রে অখিলেশের দলের যে দু’জন বিধায়ক রয়েছেন, তারা মহাবিকাশ আঘাড়ির প্রভাবেই জয়ী হয়েছেন। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক যখন সবাই, এই জোট ত্যাগের সিদ্ধান্ত সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। সম্প্রতি কংগ্রেসের ব্যর্থতা ইন্ডিয়া জোটের বাঁধন আলগা হয়েছে। সংসদ ভবন চত্বরে আদানি-বিরোধী বিক্ষোভে দেখা যায়নি সমাজবাদী পার্টি ও তৃণমূলকে। তারপর মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি থেকে থেকে সমাজবাদী পার্টির সরে দাঁড়ানোয় অস্বস্তি বাড়বেই ‘ইন্ডিয়া’র।
