Saturday, May 3, 2025

মধ্যপ্রাচ্যে ফের অশান্তির আগুন সিরিয়াকে (Syria) কেন্দ্র করে। রাষ্ট্রপতি বসার আল-আসাদকে (Bashar al-Assad) ক্ষমতাচ্যুত করে রাজধানী দামাস্কাস দখল বিক্ষুব্ধ গোষ্ঠীর। ৫০ বছরে প্রথমবার এভাবেই ক্ষমতার জবরদখল বিক্ষুব্ধদের। ইতিমধ্যেই দামাস্কাস (Damascus) ছেড়েছেন রাষ্ট্রপতি আসাদ, দাবি সংবাদ সংস্থা রয়টার্সের। দামাস্কাস বিক্ষুব্ধদের দখলে চলে যেতেই সিরিয়া নিয়ে কী অবস্থান, আলোচনায় ইজরায়েল, ইরান, জর্ডন, কাতার। ফলে ফের একবার বড় যুদ্ধের আশঙ্কা মধ্যপ্রাচ্যে। এর মধ্যে বিবৃতি জারি আমেরিকারও।

মাত্র ১১ দিনে দেশের উত্তর প্রান্ত থেকে রাজধানীর দিকে এগিয়ে গোটা রাজধানী দখল করে নেয় বিক্ষুব্ধ হায়াত তাহারির আল সাম (Tahrir al-Sam) গোষ্ঠী। শনিবার থেকে গণতন্ত্র ধ্বংসের আশঙ্কায় অন্দরমহলে চলে গিয়েছিলেন রাষ্ট্রপতি বাশার আল-আসাদ (Bashar al-Assad)। দামাস্কাস (Damascus) দখল করে বিক্ষুব্ধ গোষ্ঠীর দাবি গণতন্ত্রের জন্য ভয়ংকর রাষ্ট্রপতির পতন ঘটাতে পেরেছেন তারা। ফলে অবসান হল আসাদের ২৪ বছরের সাম্রাজ্যের।

সিরিয়ায় অশান্তির পর ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে ইজরায়েল (Israel)। সিরিয়াবাসীর রক্ষায় ইতিমধ্যেই ইজরায়েলের ট্যাঙ্ক রওনা দিয়েছে সিরিয়ার সীমান্তে। নিজেদের সীমান্ত খুলে দিয়েছে জর্ডান (Jordan), যাতে নিরীহ সিরিয়াবাসী তাদের দেশে এসে আশ্রয় নিতে পারে। ইরান (Iran) কোন পথে এগোবে তা নিয়ে শুরু হয়েছে বৈঠক। এই পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘের নীতি মেনে এগোবে কাতার (Qatar), সিদ্ধান্ত সেই দেশের। যদিও বিক্ষুব্ধরা দাবি করেছে দামাস্কাস ও সিরিয়ার সাধারণ নাগরিকদের রক্ষা করা তাদের কর্তব্য।

তবে সিরিয়ার আসাদ জামানার পতনে সবথেকে বড় প্রতিক্রিয়া আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। একসময় বিক্ষুব্ধ হায়াত তাহরীর আল সাম গোষ্ঠীকে পরাস্ত করতে রাশিয়ার সাহায্য নিয়েছিলেন আসাদ। বিক্ষুব্ধদের দখলে চলে যাওয়ার পরে ট্রাম্পের বার্তা, আসাদের রক্ষক রাশিয়া। ভ্লাদিমির পুতিন হয়তো এবার আর তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিতে পারেননি। তাই তিনি পালিয়ে গিয়েছেন। যদিও সিরিয়ার পতনের পরে এখনো প্রতিক্রিয়া দেয়নি রাশিয়া।

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version