Monday, May 19, 2025

গতকাল আইএসএল-এর অ্যাওয়ে ম্যাচে দুরন্ত জয় পায় ইস্টবেঙ্গল এফসি। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ৫৪ মিনিটের মাথায় পিভি বিষ্ণু এবং ৮৪ মিনিটের মাথায় জিকসন সিংয়ের গোলে এবারের আইএসএলের দ্বিতীয় জয় পায় লাল-হলুদ বাহিনী। এই জয়ে এই নিয়ে টানা তিনটি ম্যাচে ক্লিন শিট বজায় রাখল ইস্টবেঙ্গল। আর এই জয়ে খুশি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। ফাঁস করলেন জয়ের রহস্য।

ম্যাচের পর অস্কার বলেন, “ আমরা পুরো ম্যাচেই ভাল খেলেছি। ম্যাচের মধ্যে একেকটা মুহূর্ত একেকরকম ছিল। চেন্নাইয়ান এফসি ঘরের মাঠে খেলেছে। এই পরিস্থিতিতে এই ম্যাচ থেকে পয়েন্ট তোলা খুবই দরকার ছিল ওদের। তবে আমরা শুরুর দিকে বল ধরে খেলার বেশি নজর দিই। সঙ্ঘবদ্ধ থাকার চেষ্টা করি। আমরা জানতাম ওদের রক্ষণ কী রকম। ৯০ মিনিট ধরে ওদের সঙ্গে এই লড়াই করে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। সে জন্যই অন্য কৌশল অবলম্বন করতে হয় আমাদের। আমাদের মনে হয়েছিল, আগে গোল করলে জেতার সম্ভাবনা বেশি। তাই সেই পরিকল্পনা নিয়েই এই ম্যাচ খেলতে নেমেছিলাম আমরা।“

অস্কারের মতে, আরও বেশি ব্যবধানে জিততে পারত লাল-হলুদ। এই নিয়ে তিনি বলেন, “আমার মনে হয় ২-০-র ব্যবধানটা কমই হয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। শুধু তা-ই নয়। ওদের দখল থেকে বল ছিনিয়ে নেওয়া, দ্রুত আক্রমণে ওঠা, উপযুক্ত জায়গা তৈরি করা এবং সুযোগ তৈরি করার দিক থেকে আমরা ওদের চেয়ে এগিয়েই ছিলাম। সেই জন্যই ম্যাচটা জিততে পেরেছি।”

ক্রেসপোর চোট নিয়েও মুখ খোলেন লাল-হলুদ কোচ। অস্কার বলেন, “সলের হ্যামস্ট্রিং-এ সমস্যা। সোমবার পরীক্ষার পর জানা যাবে, ওকে কতদিন পাওয়া যাবে না। মনে হয় অন্তত সপ্তাহ দুয়েক ওকে মাঠের বাইরে থাকতে হবে।“


Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...
Exit mobile version