Sunday, November 9, 2025

পানীয় জল পৌঁছাতে বেনিয়ম, ১১২ সংস্থার চুক্তি বাতিল মুখ্যমন্ত্রীর

Date:

উপভোক্তারা জল আদৌ পাচ্ছেন কিনা, এবার আলাদা করে সার্ভের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সার্ভেতে থাকবে পুলিশের নজরদারি। পানীয় জল সরবরাহ নিয়ে অভিযোগের পরে কড়া হাতে দমন করেছেন মুখ্যমন্ত্রী (chief minister)। সোমবার পর্যালোচনা বৈঠকে কী কী ব্যবস্থা নেওয়া হল তার তথ্য পেশ করলেন তিনি।

পিএইচই (PHE Department) দফতর দাবি করে ৯০ শতাংশ বাড়িতে জল পৌঁছে গিয়েছে। এই নিয়েই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ৯০ লক্ষ লোক সত্যি জল পাচ্ছে কি না এবার অন্য সংস্থাকে দিয়ে সার্ভে (survey) করান। পুলিশি নজরদারিতে এই সার্ভে হবে। মুখ্যমন্ত্রী জানান, কাজে গাফিলতির অভিযোগে ৩৭৩টি সংস্থাকে কারণ দর্শাতে বলা হয়েছে। একই কারণে ১১২টি সংস্থার চুক্তি বাতিল করা হয়েছে। ২৩ জন আধিকারিককে শোকজ করা হয়েছে। রেল, ন্যাশানাল হাইওয়ে অথরিটি-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা অসহযোগিতা করছিল। এ-ব্যাপারে ৬ ডিসেম্বর মুখ্যসচিব (Chief Secretary) বৈঠক করেছেন। আশা করছি এবার তাদের সহযোগিতা পাব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে ১১,২০০টি অভিযোগ এসেছে। এর মধ্যে ১১ হাজার অভিযোগের নিষ্পত্তি সম্ভব হয়েছে। কাজে বাধা দানের অভিযোগে ৫০০টি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

পূর্ত দফতর পাইপ বসাতে বাধার অভিযোগ তোলে। মুখ্যমন্ত্রীর পরামর্শ, যেখানে বাধা আসছে সেখানে মানুষকে বোঝান। পাইপের লাইন (pipe line)তো জমির তলা দিয়ে যাবে, তার জন্য ক্ষতিপূরণও দেওয়া হবে। এটা মানুষকে বোঝাতে হবে। স্পষ্ট করে বোঝাতে হবে, এটা এলাকার মানুষের স্বার্থেই করা হচ্ছে। কেউ পাইপ লাইন বসানোর জন্য টাকাও নেবেন আবার ডিস্টার্ব করবেন, সেটা হবে না।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version