Wednesday, August 20, 2025

কাঁথি সমবায় (contai co-operative bank) নির্বাচন নিয়ে জটিলতা কাটল শীর্ষ আদালতে। ভোটের জন্য নির্দিষ্ট দিনেই নির্বাচন হবে বলে রায় সু্প্রিম কোর্টের (Supreme Court)। সেই সঙ্গে ভোটকেন্দ্র নিয়ে কাঁথি থেকে বাইরে যে কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছিল, সেই কেন্দ্রই বহাল রাখল শীর্ষ আদালত। তবে ভোটাদের নিরাপত্তার জন্য সব কেন্দ্রে সিসিটিভি (CCTV) ও কেন্দ্রীয় বাহিনী (central force) মোতায়েন থাকবে বলেও নির্দেশ দেওয়া হয়।

কাঁথি সমবায় সমিতির (Contai Co-operative Society) নির্বাচন দীর্ঘদিন ধরে অধরা। প্রশাসক দিয়েই চলছিল ব্যাঙ্কের পরিচালনার কাজ। ১৫ ডিসেম্বর সেই নির্বাচনের দিন নির্ধারিত হয়। তবে ওই দিন একটি সর্বভারতীয় বড় পরীক্ষা থাকায় ওইদিনের পরীক্ষার কয়েকটি কেন্দ্র বদল করা হয়। পরীক্ষাকেন্দ্রগুলি যে স্কুলে পড়েছে সেখান থেকে বাইরে ভোট কেন্দ্র করা হয়। এই নির্দেশের পাল্টা সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।

সোমবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। সেখানেই ১৫ ডিসেম্বর নির্বাচন করার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। স্বচ্ছ, অবাধ, শান্তিপূর্ণ ভোটগ্রহণ সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর (central force) তত্বাবধানে আয়োজিত হবে এই নির্বাচন৷ প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। তবে পরীক্ষাকন্দ্রগুলিতে ভোট হবে না। সেক্ষেত্রে দূরের ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের নিয়ে যাওয়ার জন্য পরিবহনের যাবতীয় ব্যবস্থা করবে রাজ্য সরকার, নির্দেশ সুপ্রিম কোর্টের।

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version