Tuesday, November 4, 2025

কাঁথি সমবায় (contai co-operative bank) নির্বাচন নিয়ে জটিলতা কাটল শীর্ষ আদালতে। ভোটের জন্য নির্দিষ্ট দিনেই নির্বাচন হবে বলে রায় সু্প্রিম কোর্টের (Supreme Court)। সেই সঙ্গে ভোটকেন্দ্র নিয়ে কাঁথি থেকে বাইরে যে কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছিল, সেই কেন্দ্রই বহাল রাখল শীর্ষ আদালত। তবে ভোটাদের নিরাপত্তার জন্য সব কেন্দ্রে সিসিটিভি (CCTV) ও কেন্দ্রীয় বাহিনী (central force) মোতায়েন থাকবে বলেও নির্দেশ দেওয়া হয়।

কাঁথি সমবায় সমিতির (Contai Co-operative Society) নির্বাচন দীর্ঘদিন ধরে অধরা। প্রশাসক দিয়েই চলছিল ব্যাঙ্কের পরিচালনার কাজ। ১৫ ডিসেম্বর সেই নির্বাচনের দিন নির্ধারিত হয়। তবে ওই দিন একটি সর্বভারতীয় বড় পরীক্ষা থাকায় ওইদিনের পরীক্ষার কয়েকটি কেন্দ্র বদল করা হয়। পরীক্ষাকেন্দ্রগুলি যে স্কুলে পড়েছে সেখান থেকে বাইরে ভোট কেন্দ্র করা হয়। এই নির্দেশের পাল্টা সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।

সোমবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। সেখানেই ১৫ ডিসেম্বর নির্বাচন করার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। স্বচ্ছ, অবাধ, শান্তিপূর্ণ ভোটগ্রহণ সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর (central force) তত্বাবধানে আয়োজিত হবে এই নির্বাচন৷ প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। তবে পরীক্ষাকন্দ্রগুলিতে ভোট হবে না। সেক্ষেত্রে দূরের ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের নিয়ে যাওয়ার জন্য পরিবহনের যাবতীয় ব্যবস্থা করবে রাজ্য সরকার, নির্দেশ সুপ্রিম কোর্টের।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version