Wednesday, November 12, 2025

সাগর দত্ত মেডিক্যালের ১১ ইন্টার্নকে কলেজে প্রবেশের অনুমতি হাইকোর্টের

Date:

হাসপাতালে হুমকি দেওয়ার অভিযোগে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (College of Medicine & Sagore Dutta Hospital) সাসপেন্ড হওয়া ১১ জন চিকিৎসককে কলেজে প্রবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন শুনানি চলাকালীন বিচারপতি জয় সেনগুপ্তের (Joy Sengupta) বেঞ্চ জানিয়েছে, শর্তসাপেক্ষে অভিযুক্ত ইন্টার্নদের হাসপাতালে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ওই এগারোজনকে মুচলেকা দিয়ে জানাতে হবে যে, তাঁরা ভবিষ্যতে কলেজে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এরপরই তাঁরা ক্লাস করার অনুমতি পাবেন। শুধু তাই নয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নজরদারিতে ওই ১১ জনের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার তদন্ত হবে বলেই জানিয়েছে আদালত।

গত ৫ সেপ্টেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে কাউন্সিলের বৈঠক চলাকালীন হামলা চালানোর অভিযোগ ওঠে। মনোজিৎ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক কামারহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে এফআইআর-ও রুজু করে পুলিশ। এরপরই কলেজ কর্তৃপক্ষ ১১ জন অভিযুক্তকে সাসপেন্ড করে। তাঁদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগও উঠেছিল। এবার সেই সাসপেনশনে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।


Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version