Wednesday, November 5, 2025

রাজ্যসভায় ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা! একজোট I.N.D.I.A. জোট সাংসদরা

Date:

বিরোধীদের আনা প্রস্তাবে আলোচনায় সব সময় বাধা লোকসভা ও রাজ্যসভায়। অথচ একই ধরনের আলোচনা বিজেপি সাংসদরা করতে চাইলে তার অনুমতি দিচ্ছেন রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। প্রতিবাদে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার পথে ইন্ডিয়া জোট (I.N.D.I.A. Alliance)। বেশ কিছু ইস্যুতে কংগ্রেসকে সমর্থন না জানালেও এবার একজোট বিরোধী শিবিরের সব দল।

শীতকালীন অধিবেশনের শুরু থেকে প্রায় প্রতিদিন যেভাবে সংসদের দুই কক্ষে মুলতুবি (adjourned) ঘোষণা হয়েছে তাতে বিঘ্নিত হয়েছে উন্নয়নের কাজ। বিজেপি এক্ষেত্রে বিরোধীদের হট্টগোলকে দোষ দিলেও আদতে বিরোধীরা যে বিষয় নিয়েই আলোচনা চেয়েছেন, তাতেই মুলতুবি জানিয়েছেন লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান। অথচ বিজেপির ক্ষেত্রে অন্য নিয়ম দেখালেন সোমবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)।

সোমবারের অধিবেশনে বিজেপির বেশ কিছু সাংসদ সরস (SOROS)-এর সঙ্গে প্রাক্তন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সংযুক্ত থাকার অভিযোগ তোলেন। সেই সময় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ প্রতিবাদ করেন। তাঁদের প্রশ্ন যখন চেয়ারম্যান বিরোধী সাংসদদের তোলা একাধিক ইস্যু নিয়ে আলোচনায় অনুমতি দেন না, তখন তিনি কীভাবে এই ধরনের বিষয়ের উপর আলোচনায় অনুমতি দেন।

বিরোধীদের বিক্ষোভের জেরে সোমবার তিনবার মুলতুবি (Adjourned) হয় রাজ্যসভা (Rajyasabha)। বিরোধী দলনেতা সহ বিরোধী সাংসদদের বৈঠকেও ডাকেন ধনকড়। তবে এরপর বিরোধী সাংসদরা বৈঠকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে আনাস্থা আনার প্রস্তাব নিয়ে একজোট হয়ে চিন্তাভাবনা শুরু করেন।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version