Friday, November 7, 2025

রাজ্যসভায় ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা! একজোট I.N.D.I.A. জোট সাংসদরা

Date:

বিরোধীদের আনা প্রস্তাবে আলোচনায় সব সময় বাধা লোকসভা ও রাজ্যসভায়। অথচ একই ধরনের আলোচনা বিজেপি সাংসদরা করতে চাইলে তার অনুমতি দিচ্ছেন রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। প্রতিবাদে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার পথে ইন্ডিয়া জোট (I.N.D.I.A. Alliance)। বেশ কিছু ইস্যুতে কংগ্রেসকে সমর্থন না জানালেও এবার একজোট বিরোধী শিবিরের সব দল।

শীতকালীন অধিবেশনের শুরু থেকে প্রায় প্রতিদিন যেভাবে সংসদের দুই কক্ষে মুলতুবি (adjourned) ঘোষণা হয়েছে তাতে বিঘ্নিত হয়েছে উন্নয়নের কাজ। বিজেপি এক্ষেত্রে বিরোধীদের হট্টগোলকে দোষ দিলেও আদতে বিরোধীরা যে বিষয় নিয়েই আলোচনা চেয়েছেন, তাতেই মুলতুবি জানিয়েছেন লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান। অথচ বিজেপির ক্ষেত্রে অন্য নিয়ম দেখালেন সোমবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)।

সোমবারের অধিবেশনে বিজেপির বেশ কিছু সাংসদ সরস (SOROS)-এর সঙ্গে প্রাক্তন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সংযুক্ত থাকার অভিযোগ তোলেন। সেই সময় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ প্রতিবাদ করেন। তাঁদের প্রশ্ন যখন চেয়ারম্যান বিরোধী সাংসদদের তোলা একাধিক ইস্যু নিয়ে আলোচনায় অনুমতি দেন না, তখন তিনি কীভাবে এই ধরনের বিষয়ের উপর আলোচনায় অনুমতি দেন।

বিরোধীদের বিক্ষোভের জেরে সোমবার তিনবার মুলতুবি (Adjourned) হয় রাজ্যসভা (Rajyasabha)। বিরোধী দলনেতা সহ বিরোধী সাংসদদের বৈঠকেও ডাকেন ধনকড়। তবে এরপর বিরোধী সাংসদরা বৈঠকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে আনাস্থা আনার প্রস্তাব নিয়ে একজোট হয়ে চিন্তাভাবনা শুরু করেন।

Related articles

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...
Exit mobile version