Thursday, August 28, 2025

‘সবকা বিকাশে’ ব্যর্থ মোদি, উজ্জ্বলা যোজনায় সংযোগ নিয়েও ৩০ শতাংশ গ্যাসের খরচে বিমুখ

Date:

‘সবকা সাথ সবকা বিকাশে’র গাল ভরা স্লোগান তুলেছিলেন নরেন্দ্র মোদি। তার সেই বিকশিত ভারতের কঙ্কালসার অবস্থা ক্রমশই প্রকট হচ্ছে। মোদির ভারত আদৌ বিকশিত নয়, তা বলছে কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টই। সম্প্রতি উজ্জ্বলা গ্যাস যোজনার যে রিপোর্ট সামনে এসেছে, তাতেই স্পষ্ট মোদির ভারত সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ। মোদির সাধের উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ নিয়েও অন্তত ৩০ শতাংশ সিলিন্ডার রিফিল করছেন না।

মোদি গ্যারান্টির ধাপ্পাবাজিতে এবার ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু আম-আদমিকে সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ এই সরকার। মধ্যবিত্তরা ধুঁকছে মূল্যবৃদ্ধি আর বেকারত্বের জ্বালায়। সামাজিক সুরক্ষা প্রকল্প মোদি সরকার পৌঁছে দিতে পারেননি গরিবের দরজায়। ‘উজ্জ্বলা’ যোজনা তার প্রকৃষ্ট উদাহরণ। বিনা পয়সায় গরিবকে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু তা যে আদৌ বিনা পয়সায় গ্যাস পৌঁছে দেওয়ার প্রকল্প ছিল না! শুধু গ্যাস সংযোগটাই ছিল বিনা পয়সায়। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষকে গ্যাস তুলতে হত গাঁটের কড়ি খরচ করে। যা অনেক মানুষের সাধ্যের মধ্যেই ছিল না। আর সেটাই হয়েছে বাস্তবে। ১০ কোটি ৩৩ লক্ষ মানুষ অতি উৎসাহী হয়ে উজ্জ্বলা যোজনায় বিনা খরচে গ্যাস সংযোগ নিলেও মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধিতে তাদের সাধ্যের হচ্ছে না সিলিন্ডার রিফিল করা।

ঘরে সিলিন্ডার রয়েছে কিন্তু গ্যাস নেই। সমস্যা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে।
মোদি সরকার শুধু সংযোগটুকু বিনা খরচে দিয়ে কিস্তিতে ওভেন বা চুল্লি কেনার সুযোগ তৈরি করেছেন। কিন্তু আমজনতার যে সিলিন্ডার রিফিল করার ক্ষমতা নেই, তা ভাবেননি। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যই বলছে, বিনা পয়সায় গ্যাস নেওয়ার যে উৎসাহ গরিব মানুষের মধ্যে ছিল, বিপুল টাকায় সিলিন্ডার কেনার ক্ষেত্রে সেই আগ্রহ নেই। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে কমছে সিলিন্ডার রিফিলের সংখ্যা। একটা বড় অংশ বছরভর কোনও গ্যাস সিলিন্ডারই কিনতে পারছেন না। ২০২৩-২৪ অর্থবর্ষে ১ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার পরিবার কোন সিলিন্ডার কেনেননি। অর্থাৎ সিলিন্ডার না কেনার হার প্রায় ১৫ শতাংশ। আবার একটি মাত্র সিলিন্ডার কিনেছে, এমন পরিবারের সংখ্যা ১ কোটি ৬৬ লক্ষ ৫২ হাজারেরও বেশি। সেটাও প্রায় ১৫ শতাংশের বেশি। সাকুল্যে ৩০ শতাংশ মানুষ আগ্রহ হারিয়েছেন এই উজ্জ্বলা যোজনা থেকে। এই অনাগ্রহীদের তালিকায় উজ্জ্বলায় আবেদনের পর প্রথমবার গ্যাসের সিলিন্ডার পাওয়া পরিবারও রয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে এই অনাগ্রহ জারি ছিল। ওই অর্থবর্ষে একটিও সিলিন্ডার কেনেনি ১ কোটি ১৮ লক্ষ ৮৪ হাজার পরিবার। ২০২১-২২ অর্থবর্ষে সেই সংখ্যাটা ছিল প্রায় ৯১ লক্ষ ৭৫। ওই দুই বছরে একটি মাত্র সিলিন্ডার কিনেছেন যথাক্রমে ১ কোটি ৫৫ লক্ষ এবং ১ কোটি ৮ লক্ষ। পরিসংখ্যানেই প্রমাণ সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ মোদি সরকার।

মানুষের এই অনাগ্রহ দেখে গত বছর অক্টোবরে কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি ঘোষণা করে। তারপরও ৫০০ টাকার বেশি খরচ করে সিলিন্ডার কেনার মতো আর্থিক সঙ্গতি নেই মোদির ‘বিকশিত ভারত’-এর কোটি কোটি পরিবারের। আজও তাদের নুন আনতে পান্তা ফুরোয়।

আরও পড়ুন- ইউরিন টেস্টেই জানা যাবে ফুসফুসে ক্যান্সারের উপস্থিতি! যুগান্তকারী গবেষণা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে


Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version