Tuesday, May 6, 2025

তদন্তে ব্যর্থ কেন্দ্রীয় এজেন্সি, নিখোঁজদের সন্ধান পেতে সিবিআইয়ের ভরসা ‘জনগণ’!

Date:

নোবেল চুরি হোক বা শিক্ষা মামলা, কয়লা পাচার হোক আর চিকিৎসক খুনের তদন্ত – বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় এজেন্সির দক্ষতা। এবার ৪ নিখোঁজের সন্ধান পেতেও ডাহা ফেল করে গেল CBI!দক্ষিণ ২৪ পরগনার নিখোঁজ এক যুবক, এক গৃহবধূ ও দুই নাবালিকাকে খুঁজে পেতে এবার জনগণের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা। জেলার বিভিন্ন স্টেশন আর বাজারে রীতিমতো পোস্টার সাঁটল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Central Bureau Of Investigation)।

জানা গেছে তিনটি আলাদা আলাদা ঘটনায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন থানা এলাকার ৪ বাসিন্দা নিখোঁজ হয়ে যান। প্রাথমিক ভাবে অপহরণের তত্ত্ব উঠে এলেও পরে হাইকোর্টের নির্দেশে সিআইডি-এর হাত থেকে তদন্তভার যায় CBI-এর কাছে। মে মাস থেকে তিনটি আলাদা মামলাও শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের জিজ্ঞাসাবাদেও কোনও সদর্থক দিক উঠে না আসায় এবার সাধারণ মানুষের উপর ভরসা করতে হচ্ছে দেশের অন্যতম বড় গোয়েন্দা সংস্থাকে। ২০১৮ সালের নভেম্বর মাসে গোসাবা থানায় শ‌্যামল নস্কর নামে এক ব‌্যক্তি অভিযোগ করেন যে তাঁর স্ত্রী জ্যোৎস্না নস্কর সাড়ে চার বছরের মেয়েকে নিয়ে আত্মীয়র বাড়ি যাবেন বলে বের হন। কিন্তু ক‌্যানিংয়ের আমতলায় আত্মীয়র বাড়ি তিনি যাননি। এর পর থেকেই ওই ব‌্যক্তির স্ত্রী ও মেয়ে নিখোঁজ। এর পাশাপাশি সন্ধ‌্যা সাহা নামে এক মহিলা জীবনতলা থানায় অভিযোগ জানিয়ে বলেছিলেন যে, তাঁর সাত বছরের ভাইঝি ২০১৪ সালের ২ আগস্ট থেকে নিখোঁজ। সিবিআইয়ের দাবি, তদন্তের অঙ্গ হিসাবেই এলাকার বাসিন্দাদের কাছ থেকে ওই শিশু বা যুবক, মহিলা কোথায় রয়েছেন, সেই তথ‌্য জানার প্রয়োজন। সেই কারণেই বাজার ও থানা চত্বরে পোস্টার দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে তদন্তে ডাহা ফেল করে শেষমেশ জনগণের সাহায্য নিতে হচ্ছে CBI-কে।


Related articles

বিহারে লাঠিপেটা শিক্ষক চাকরিপ্রার্থীদের! দাবির ‘পুরস্কার’ বিজেপি-সহযোগী রাজ্যে

ন্যায্য চাকরির দাবি জানিয়ে পুলিশের লাঠি পেটার শিকার বিহারের শিক্ষক পদের চাকরি প্রার্থীরা। যে বিজেপি বাংলায় চাকরিজীবীদের চাকরি...

পহেলগামে নিহত দুই পরিবারকে সাহায্য় রাজ্যের, বাড়িতে গেলেন দুই মন্ত্রী

দেশের কোনও প্রান্তে কোনও দুর্ঘটনাতেও কেউ মারা গেলে সজাগ হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশেষত বিরোধী...

আইএসএল থেকে বিদেশি নেবে না ইস্টবেঙ্গল, ছাড়া হচ্ছে না বিষ্ণুকেও

আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দলে এবার ভালো বিদেশি(Foreigner) নেওয়াই প্রধান...

২০২৬-এ ফেব্রুয়ারির শুরুতেই মাধ্যমিক! রইল রুটিন

আগামী বছর কবে মাধ্যমিক(Madhyamik), মঙ্গলবার তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE)। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের গোড়াতেই শুরু হবে দশম...
Exit mobile version