কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকবার্তা মমতার

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের (SM Krishna) প্রয়াণে শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে মমতা জানিয়েছেন, “কর্নাটকের প্রবীণ জননেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের মৃত্যুতে শোকাহত। তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি রাজ্য ও জাতীয় রাজনীতিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত ছিলেন। আমি তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।”

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কৃষ্ণ (SM Krishna)। মঙ্গলবার ভোরবেলা নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এস এম কৃষ্ণর প্রয়াণে সিদ্দারামাইয়া থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু সকলেই শোকজ্ঞাপন করেছেন। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

আরও পড়ুন- ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতা: এবার সওয়াল লালুর