Monday, November 3, 2025

হাই কোর্টের নির্দেশে ক্যান্সার আক্রান্ত পরীক্ষার্থীর অঙ্কের নম্বর হল দ্বিগুণ!

Date:

আদালতের দ্বারস্থ হয়ে অঙ্কের নম্বর হল দ্বিগুণ। অভিযোগ, ক্যান্সার আক্রান্ত পরীক্ষার্থীর অঙ্ক পরীক্ষার উত্তরপত্রের একাংশ হারিয়ে ফেলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। লিখিত পরীক্ষায় বর্ষণ চক্রবর্তী নামে ওই ছাত্র পেয়েছিলেন ৩৫ নম্বর। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে তা বেড়ে হল ৭০। প্রজেক্টে (Project) পেয়েছিলেন ২০। ফলে উচ্চ মাধ্যমিক দেওয়ার ২ বছর পরে তাঁর নম্বর (Number) হল ৯০। অঙ্কে লেটার পেলেন তিনি।

বর্ষণ চক্রবর্তীর বাড়ি কৃষ্ণনগরে। ২০১৬ থেকে ক্যানসারে আক্রান্ত তিনি। ২০২২-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন বর্ষণ। লিখিত পরীক্ষায় ৮০ নম্বরে ৩৫ পান তিনি। কিন্তু সেই নম্বর দেখে খটকা লাগে তাঁর। অঙ্কের খাতা রিভিউ করতে দেন। তাঁকে উত্তরপত্রের ফোটোকপি দেখায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সে সময় দেখা যায়, পরীক্ষার সময়ে যে অতিরিক্ত পাতা নিয়েছিলেন বর্ষণ, সেটা নেই। সংসদের কাছে অতিরিক্ত পাতায় করা অঙ্কগুলি নম্বর দেওয়ার দাবি জানান তিনি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজি না হওয়ায় হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন ওই পরীক্ষার্থী। অঙ্কের লিখিত পরীক্ষায় আগে যা পেয়েছিলেন, সেই নম্বর দ্বিগুণ করে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিকে অঙ্কে বর্ষণ আগে লিখিত পরীক্ষায় ৩৫ ও প্রজেক্টে ২০ নম্বর পান। এখন সেই নম্বর বেড়ে হয়েছে ৯০। উচ্চ মাধ্যমিকে মোট ৩৯৭ পেয়েছিলেন বর্ষণ। এবার তাঁর মোট প্রাপ্ত নম্বর হল ৪৩২। সঙ্গে অঙ্কে লেটার মার্কস।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version