Thursday, November 6, 2025

KIFF: স্থিরচিত্র থেকে চলমান ছবি, উৎসব প্রাঙ্গণে তুলি থেকে ক্যামেরার অনবদ্য অনুভব

Date:

মনের মাধুরী দিয়ে সাজানো সাধারণ মানুষের কল্পনার জগৎকে নানা রঙের মিশ্রণে দুরন্ত মনের হাজারও আকুতির স্পর্শে তুলির আঁচড়ে প্রকাশ করতে পারা একজন চিত্রশিল্পীর পক্ষেই সম্ভব। কিন্তু ক্যানভাসের ছবিগুলো কি চিরকাল তার স্থবিরতা নিয়ে বেঁচে থাকে ? নাকি ভাবনার ভাষা দিয়েই তাকে স্থিরচিত্র থেকে চলমানতায় রূপান্তরিত করতে পারে লেন্স? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজে দিল ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (30th Kolkata International Film Festival)। মঙ্গলের সন্ধ্যায় নন্দন ৩ (Nandan 3) প্রেক্ষাগৃহে ‘স্থিরচিত্র থেকে চলমান ছবি’ নিয়ে শিল্পীদের উপস্থাপনা চাক্ষুষ করতে হাজির ছিলেন স্বয়ং KIFF চেয়ারপার্সন গৌতম ঘোষ (Gautam Ghosh)। সেখানে দেখা গেল বিখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের সৃষ্টি ‘গজগামিনী’তে মাধুরী দীক্ষিতের দুরন্ত নৃত্যশৈলীর রূপ কীভাবে তুলির ডগায় ধরা দিয়েছিল। আবার একই সঙ্গে প্রকৃতির মাঝে থাকা জড় বস্তুরা যান্ত্রিকতার চলমানতায় কী অনায়াসে সজীব হয়ে উঠতে পারে। ওই যেমন রাস্তায় দুধারে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট গুলোকে চলন্ত গাড়ি থেকে ছুটন্ত দেখায়, সেভাবেই সময়ের গতি অচিরেই নির্বাক স্থিরছবিতে সংলাপ আর পারিপার্শ্বিকতার মুহূর্ত জুড়ে তাকে চলমান করে দিতে বিন্দুমাত্র সময় নেয় না।

আরও পড়ুন- হাই কোর্টের নির্দেশে ক্যান্সার আক্রান্ত পরীক্ষার্থীর অঙ্কের নম্বর হল দ্বিগুণ!

এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ,(KIFF ) ব্যতিক্রমী সেমিনার সিনে প্রাঙ্গণের পরিবেশকে ঋদ্ধ করেছে। পৃথিবী সৃষ্টির পর থেকে শুরু গ্রিক সভ্যতার সময়কাল বা সাদাকালো দুনিয়া থেকে ডিজিটাল যুগ পর্যন্ত অসংখ্য চিত্রশিল্পী নানা বিষয় নিয়ে নানা ধরণের ছবি এঁকেছেন। কোথাও সমাজ ব্যবস্থার সঙ্গতি-অসঙ্গতি, আবার কোথাও মানুষের হৃদয়ের রিক্ততা-শূন্যতা কিংবা ঝড় তোলা মনের হাহাকার ফুটে উঠেছে সেই সব ছবিতে। আবার কখনও পাওয়া না পাওয়ার বেদনার্ত হিসেবের সমীকরণের সরল সমাধানের চেষ্টাও হয়েছে। সবটাই তুলি থেকে ক্যামেরার অনবদ্য অনুভবে। ‘স্থিরচিত্র থেকে চলমান ছবি’র উপস্থাপনায় যে যে তথ্যচিত্র প্রদর্শিত হল তার মধ্যে ছিল জিজি স্কেরিয়া পরিচালিত ‘ম্যাজিক’। এছাড়া ভারতী কাপাডিয়ার ‘L for..’ শেখালো কীভাবে কথাদের ভাষা ‘ ভালবাসা’য় তুলে ধরতে পারে চলমান অঙ্গভঙ্গি। কখনও একটা স্থিরচিত্র নিজে থেকেই সবাক সচল হয়ে উঠতে পারে। আবার কখনও শব্দ আর আলোক তরঙ্গের যুগলবন্দি তাকে চলমানতার রূপ দিতে বিন্দুমাত্র সময় নেয় না। আর শেষে পরিচালক গোপী গাজোয়ানি বলে দিলেন, স্থির – অস্থিরতার মাঝে থাকা চিরচঞ্চল সময়ের গুরুত্বের কথা। যার আনুকূল্যে আজ পরিবর্তনশীলতার ক্যানভাসে প্রাসঙ্গিক স্থিরচিত্র থেকে চলমান ছবির শিক্ষা।

Related articles

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...
Exit mobile version