Tuesday, August 26, 2025

পৃথিবীকে প্রদক্ষিণ করছে ‘ব্ল্যাক নাইট’ উপগ্রহ! রহস্যের সন্ধানে নাকাল নাসা

Date:

পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে একটি রহস্যময় কালো বস্তু। যাকে নাম দেওয়া হয়েছে ব্ল্যাক নাইট (Black Night) উপগ্রহ। কিন্তু আসলে কী ওটা? ওটা কি ভিনগ্রহীএর কোনও যান নাকি প্রাচীন কোনও মহাকাশযান, যা ধ্বংসপ্রাপ্ত হয়েছে বহু বছর আগে। কিন্তু পৃথিবীর অভিকর্ষ টানে কক্ষপথে ঘুরে চলেছে আজও। এখনও অজানা সেই কারণ। রহস্যের সমাধান সূত্র খুঁজে পায়নি নাসা (NASA)।

১৯৯৮ সালে প্রথম ওই ‘ব্ল্যাক নাইট’ উপগ্রহের (Black Night satellite) ছবি প্রকাশ্যে আনে নাসা। তারপর কেটে গিয়েছে দুই যুগ কিন্তু রহস্যের উন্মোচন হয়নি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অভিযান চলাকালীন মহাকাশচারীদের টেলিস্কোপে ধরা পড়ে রহস্যজনক ওই বস্তু। কিন্তু সেটা আসলে কী তা জানতে হিমসিম খাচ্ছেন নাসার বিজ্ঞানীরা। কেউ মনে করেন, ওটা ১৯৫৭ সালের ৪ অক্টোবর পৃথিবীর কক্ষপথে রাশিয়ার পাঠানো উপগ্রহ স্পুটনিক-১ (Sputnik-1)। ৬৭ বছরে ধরে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চলেছে সেই উপগ্রহ। আবার অনেকে বলেন, রাশিয়ার স্পুটনিক-১ নয়, প্রায় ১৩ হাজার বছর আগে থেকে পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে ওই ‘উপগ্রহ’টি, সেটাই হল ‘ব্ল্যাক নাইট’। কিন্তু সবই তত্ত্ব কথা, কোনও সারবত্তা নেই সেই কথায়, নেই কোনও প্রামাণ্যও। শুধু রয়েছে নানা রহস্য, নানা মত।

নাসা জানিয়েছিল, পৃথিবীর নিম্ন কক্ষপথের প্রায় ১৯৩০ কিলোমিটার দূর থেকে প্রদক্ষিণ করছে ওই উপগ্রহটি (satellite)। নাসা (NASA) ওই বস্তুটির নাম দেয় এসটিএস০০৮-৭২৪-৬৬। মহাকাশে থাকা একটি ধ্বংসাবশেষ হিসাবেই দেখা হয়। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সংযুক্ত হওয়ার সময় মহাকাশযান থেকে তা বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ১৩ হাজার বছর আগে থেকে যদি ওই বস্তুটির অস্তিত্ব থেকে থাকে, উপগ্রহ আবিষ্কারের বহু যুগ আগে তা কোথা থেকে এল? অনেকে আবার মনে করেন, ‘ব্ল্যাক নাইট’ ভিনগ্রহীদের মহাকাশযান। ‘ব্ল্যাক নাইট’ নিয়ে নানা গুজব রয়েছে মহাকাশবিজ্ঞানে।

টেসলা দাবি, ১৮৯৯ সালে কলোরাডো স্প্রিংসে রেডিও পরীক্ষার সময় তিনি মহাকাশ থেকে অদ্ভুত এক ‘সঙ্কেত’ পান। তাঁর বিশ্বাস ছিল, এই সঙ্কেত এসেছিল মঙ্গলগ্রহ থেকে। ১৯৬৩ সালে মহাকাশ অভিযানের সময় মহাকাশচারী গর্ডন কুপারও মহাকাশে রহস্যময় কালো বস্তু দেখেন।

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version