Wednesday, December 17, 2025

পার্থর জামিন মামলায় কেজরিওয়াল প্রসঙ্গ টানলেন আইনজীবী

Date:

Share post:

ক’টা মামলায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনই তীক্ষ্ণ প্রশ্নবাণের মুখে পড়ল ইডি। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় এ দিন শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চে।এদিন পার্থর আইনজীবী এদিন কেজরিওয়াল প্রসঙ্গ তোলেন। বলেন, পার্থর তুলনায় কেজরিওয়াল অনেক বেশি প্রভাবশালী। তবু তার জামিন হয়েছে। তবে পার্থর ক্ষেত্রে নয় কেন।

প্রসঙ্গত, ২০২২–এর ২২ জুলাই রাতভর তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে দক্ষিণ কলকাতার নাকতলার বাড়ি থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে তিনি জেলেই রয়েছেন।ইডির পরে এসএসসি–র নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করে আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই–ও। এ দিন ইডির মামলায় পার্থর জামিনের শুনানিতে আদালত একাধিক বার প্রশ্ন তোলে, যে ঘটনায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছর সাজা হতে পারে এবং তার এক তৃতীয়াংশ অভিযুক্ত কাটিয়েই ফেলেছেন, সেখানে বিচার শুরু না–হলে তিনি কতদিন জেলে থাকবেন?

ইডির কৌঁসুলি, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজুর উদ্দেশে আদালতের প্রশ্ন, আপনাদের কনভিকশন রেট কত? এটা যদি ৬০–৭০ শতাংশ হতো, তা–ও বুঝতাম! কিন্তু এ তো খুবই খারাপ।বিচারপতি ভুঁইয়া আরও বলেন, যদি শেষমেশ উনি (পার্থ) দোষী সাব্যস্ত না–হন, তা হলে কী হবে? আড়াই–তিন বছর একজন জেলে রয়েছেন, এটা খুব কম সময় নয়। বস্তুত এ দিনের শুনানিতে একই প্রশ্নই তুলেছেন পার্থর তরফে প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি। তার সওয়াল, এই মামলায় অন্য অভিযুক্তরা আগেই জামিন পেয়েছেন। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, তিনিও দিন দুয়েক আগে জামিনে মুক্ত হয়েছেন।আমার মক্কেলের বাড়ি থেকে তো কিছুই উদ্ধার হয়নি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...

ভারত- পাক সীমান্তে অনুপ্রবেশ কেন, বাংলা – বাংলাদেশ সীমান্তের কথা উঠতেই কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের (TMC Govt)দিকে দায় ঠেলতেই ভারত-পাক সীমান্ত নিয়ে কেন্দ্রের...