Wednesday, January 14, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্টে কে করবেন টিম ইন্ডিয়ার হয়ে ওপেন ? অনুশীলনে মিলল উত্তর

Date:

Share post:

শনিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই মুহুর্তে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। পারথ টেস্টে দাপুটে জয় পেলেও, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। আর এই হারের পরই তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এরপরই সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে কে করবে তৃতীয় টেস্টে ভারতীয় দলে ওপেন ? আর এদিন অনুশীলনে মিলল তার উত্তর।

প্রথম টেস্টে রোহিত শর্মা না খেলাতে ওপেন করেছিলেন যশস্বী জসওয়াল এবং কে এল রাহুল। পারথ টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন তাঁরা। যার ফলে অ্যাডিলেডে রোহিত ফিরলেও ওপেনে হয়নি কোন পরিবর্তন। ওপেন করেন রাহুল-যশস্বী। মিডল-অর্ডারে নামেন রোহিত। তবে কেউ সাফল্য পাননি। এবার প্রশ্ন উঠছে তবে তৃতীয় টেস্টে কে করবেন ওপেন। এদিনের ভারতের অনুশীলন দেখলে মনে হয় রোহিত মিডল অর্ডারেই খেলবেন। কারণ নেটে সকলের আগে ব্যাট করতে ঢোকেন যশস্বী এবং রাহুল। তাঁদের পর নেটে ঢোকেন শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থেরা। আর রোহিত পরের দিকে ব্যাট করায় রাহুল এবং যশস্বীর ওপেন করার সম্ভাবনা আরও জোরাল হচ্ছে। তবে এদিন অনুশীলনেও চেনা ফর্মে ছিলেন না ভারত অধিনায়ক। পেসার হোক বা স্পিনার, সকলেই রোহিতকে সমস্যায় ফেলছেন।

এদিকে ভারতের ওপেনিং নিয়ে মুখ খোলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তিনি চান রোহিত ওপেনার হিসাবেই খেলুন। এই নিয়ে গাভাস্কর বলেন, “ রোহিতের উচিত ওর নিজের জায়গায় ফিরে যাওয়া। আমাদের খেয়াল রাখতে হবে কেন রাহুল ওপেন করেছিল। কারণ, পারথে রোহিত ছিল না। ওখানে দ্বিতীয় ইনিংসে যশস্বী জসওয়ালের সঙ্গে ২০০ রানের জুটি গড়ায় অ্যাডিলেডেও রাহুল ওপেন করেছিল। কিন্তু অ্যাডিলেডে ও রান পায়নি। তাই আমার মনে হয় পরের টেস্টে রোহিতের ওপেন করা উচিত। রাহুল মিডল অর্ডারে ফিরে যাক। যদি শুরুতে রোহিত দ্রুত কিছু রান পেয়ে যায় তাহলে বড় রান করার ক্ষমতা ওর আছে। তারজন্য ওকে নতুন বল খেলতে হবে।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

কাজে এল না ট্রাম্পের হুঁশিয়ারি, সোলতানিকে আজই ফাঁসি দিচ্ছে খামেনেইয়ের প্রশাসন!

আশঙ্কা সত্যি হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই রক্তচক্ষু দেখা না কেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে বিন্দুমাত্র...

তেহরানের বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানের বিক্ষোভকারী যুবকের মৃত্যুদণ্ড যে কোন মুহূর্তে কার্যকরী করতে পারে ইরান (Iran) প্রশাসন। তেমনটা হলে ফল যে ভালো...

জানুয়ারির শেষেই শুরু একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং!

চলতি মাসে শেষেই শুরু হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বাছতে পারবেন স্কুলও...

জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল...