এবার গৃহবন্দি চঞ্চল চৌধুরী, সমালোচনার মাশুল!

বুধবার আচমকা নিউইয়র্ক (New York) যাওয়ার পথে তাঁকে প্লেন থেকে নামিয়ে দেয় বিএনপির (BNP) কিছু নেতা ও বাংলাদেশ সেনা (Bangladesh Army)

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তার শাস্তি অনিবার্য। শাস্তির মুখে পড়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস (Chinmay Das)। তবে এবার সব সীমা অতিক্রম করে অন্তর্বর্তী সরকার ও বিএনপি নেতাদের রোশের মুখে প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। একেবারে বিমান থেকে নামিয়ে তাকে গৃহবন্দী করল অন্তর্বর্তী সরকারের সেনা।

সম্প্রতি বাংলাদেশে চঞ্চলের একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় ভারতের এক সাংবাদিকের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বাংলাদেশের বেশ কিছু পত্রিকায় তা নিয়ে সমালোচনা করা হয়। তুলে ধরা হয়, হাসিনা সরকারের পতনের সময় ছাত্র আন্দোলনে নীরব ছিলেন এই অভিনেতা। কার্যত মিডিয়া ট্রায়ালেই অভিযুক্ত করা হয় চঞ্চলকে। এরপরই বুধবার আচমকা নিউইয়র্ক (New York) যাওয়ার পথে তাঁকে প্লেন থেকে নামিয়ে দেয় বিএনপির (BNP) কিছু নেতা ও বাংলাদেশ সেনা (Bangladesh Army)। তাঁকে বাড়িতে পাঠিয়ে গৃহবন্দী (house arrest) রাখা হয়।

অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। মূলত বাংলাদেশে চলতি অব্যবস্থা নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে। একদিকে ভারতে জনপ্রিয় অভিনেতা চঞ্চল। অন্যদিকে ভারতীয় সাংবাদিকের সঙ্গে ছবি প্রচারিত হওয়া। এরপরই তাকে গৃহবন্দি করার সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে বিভিন্ন সূত্রে দাবি চঞ্চল নিজের দেশে নিরাপদেই রয়েছেন।