১০টি জেসিবি কাজে লাগিয়েও কাজ হচ্ছে না। ৪৩ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও ১৫০ ফুট গভীর কুয়োয় আটকে রয়েছে শিশু। রাজস্থানের (Rajasthan) দাউসাতে সোমবার সন্ধেয় খেলতে খেলতে কুয়োতে পড়ে গিয়েছে শিশু। এখনও খুদে আরিয়ানকে উদ্ধার করা যায়নি।

কুয়োর পাশে অন্য একটি গর্ত খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চলছে। যত সময় পেরোচ্ছে উদ্বে তত বাড়ছে। গর্তের ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করতে ৫টি পদ্ধতি ব্যবহার করেছে এনডিআরএফের উদ্ধারকারী দল। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ। মাধোপুর থেকে হাইটেক মেশিন নিয়ে আসা হয়েছে। খাবার, জল ও অক্সিজেন দেওয়া হয়েছে শিশুটিকে।

কুয়োর ভিতরে ক্যামেরা প্রবেশ করিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। সোম ও মঙ্গলবার মূল গর্ত থেকে ২০ মিটার দূরে দফায় দফায় গর্ত খোড়ার কাজ চলেছিল। এখনও শিশুকে উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছে।
