Sunday, November 9, 2025

এত ঈর্ষা! দিঘার জগন্নাথ মন্দির নিয়ে শুভেন্দুর বাঁকা কথার পাল্টা কুণাল

Date:

বাংলার সংস্কৃতি ও পর্যটনকে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) আদলে মন্দির নির্মাণ করে। তাতেও ‘সনাতন ধর্মের’ বুলি আওড়ানো বিরোধী দলনেতার (LoP) সমালোচনা! তারই পাল্টা ঈর্ষাকাতর বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নিছক প্রচারের আলোয় থাকতেই রাজ্যের পদক্ষেপের বিরোধিতা বিরোধী দলনেতার। তাঁকে কটাক্ষ করে কুণাল বলেন, দিঘায় (Digha) জগন্নাথদেবের মন্দির নির্মাণ হচ্ছে সেটা নিয়েও কটাক্ষ! এত হিংসা কীসের? বিরোধী দলনেতা (LoP) যে ছেলেমানুষি ও কটাক্ষ করছেন, পুরোটাই দেখে মনে হচ্ছে মেকি।

সেই সঙ্গে ধর্মীয় স্থান ঘিরে রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন পালক যোগ যে বিরোধী দলনেতার সহ্য হচ্ছে না, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, একদিকে সমুদ্র পাশে জগন্নাথদেবের মন্দির (Jagannath Temple)। কত মানুষ আসবেন, পুজো দেবেন, আলাদা তীর্থক্ষেত্র তৈরি হবে। সারা পৃথিবীর বুকে পশ্চিমবঙ্গের যে একটা আকর্ষণ, সেই মুকুটে নতুন পালক যোগ হবে। তা সত্ত্বেও এত ঈর্ষা! এ প্রসঙ্গে কুণালের তোপ, ধর্ম যার যার, পশ্চিমবঙ্গ সবার, পশ্চিমবঙ্গ সব ধর্মের জন্য। উপাসনার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) করেছেন। দিঘায় এত বড় একটা আকর্ষণীয় মন্দির তৈরি হয়েছে জগন্নাথদেবের। আপনারা যারা হিন্দু হিন্দু করেন, আপনাদের গায়ে কি ফোসকা পড়ছে? তাঁর সংযোজন, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, শিখ সম্প্রদায়— সকলের জন্যই উপাসনা গৃহ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version