Thursday, August 21, 2025

মুখ্যমন্ত্রীর আশঙ্কাই সত্যি, প্রাণ-মান বাঁচাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ কিশোর-নাবালিকার

Date:

বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের সরাসরি প্রভাব পড়বে প্রতিবেশী রাজ্য বাংলায়, এই আশঙ্কাতেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অশান্ত বাংলাদেশ পরিস্থিতিতে সেই আশঙ্কাযই সত্যি হল। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রাণ ও নারীর সম্মান বাঁচাতে বাংলায় আশ্রয় নিতে গিয়ে ধরা পড়লেন সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) হাতে। রায়গঞ্জ সীমান্তে গ্রেফতার করা হয় এক কলেজ পড়ুয়াকে। অন্যদিকে চোপড়া থানার ফতেপুর সীমান্তে উদ্ধার করা হয় এক নাবালিকাকে।

মঙ্গলবার রায়গঞ্জ এলাকা দিয়ে করতোয়া নদীর (Karatoya river) সাঁতরে ভারতে ঢোকার চেষ্টা করে এক কিশোর। বাংলাদেশের ঠাকুরগাঁও গভমেন্ট কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ওই কিশোরকে নদী থেকেই উদ্ধার করে সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। তারপর তাকে তুলে দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশের হাতে। বুধবার তাকে আদালতে পেশের সময় সে জানায়, নিজের দেশে থাকতে না পেরে প্রাণ নিয়ে কোনমতে সে ভারতে পালিয়ে আসছিল। তবে এরকম উদাহরণ নতুন নয় ভারতের আরও একাধিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। জেলে থাকাও বাংলাদেশে থাকার থেকে ভালো বিবেচনা করে পালিয়ে এসেছেন অনেক বাংলাদেশের সংখ্যালঘু নাগরিক।

আরো একটি হৃদয় বিদারী অনুপ্রবেশের ঘটনা ঘটে চোপড়ার ফতেপুরে। ইসকন ভক্ত এক পরিবারকে লাগাতার হুমকির মুখে পড়তে হয় বাংলাদেশের পঞ্চগড় জেলায়। বাড়ির নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়। প্রাণ ও সম্মান বাঁচাতে ভারতের বেলাকোবায় (Belacoba) আত্মীয়ের বাড়িতে পালিয়ে আসার চেষ্টা করে নাবালিকা। ফতেপুর সীমান্তে তাকে উদ্ধার করে বিএসএফ (BSF)। পরে তুলে দেওয়া হয় চোপড়া থানার হাতে। সেখান থেকে তাকে একটি হোমে পাঠানো হয়। বুধবার রায়গঞ্জ জুভেনাইল জাস্টিস বোর্ডে তাকে তোলা হয়। যোগাযোগ করা হয় বেলাকোবায় তার আত্মীয়দের সঙ্গেও।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version