Sunday, August 24, 2025

দিল্লির বিধানসভা নির্বাচনে হাতে হাত নয়: সাফ জানালেন আপ নেতা কেজরিওয়াল

Date:

দিল্লির (Delhi) বিধানসভা নির্বাচনে হাতে হাত নয়। সাফ জানিয়ে দিলেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। বুধবার, তিনি জানিয়ে দেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও দলের সঙ্গেই জোট করবে না আপ (AAP)।

সম্প্রতি ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সুবিধা করতে পারেনি কংগ্রেস (Congress)। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের JMM-এর সঙ্গে জোট করেছিল তারা। জয় পেয়েছে জেএমএম। আর মহারাষ্ট্র মহাজোট করেও বিজেপি-কে হটাতে পারেনি কংগ্রেস। এই পরিস্থিতিতে ২০২৫ সালের শুরুতে দিল্লির নির্বাচনে কংগ্রেসের হাত ধরতে চাইছে না আপ। নিজের শক্তিতেই আগামী নির্বাচনে লড়তে চাইছে কেজরির দল। জোটে না থেকে সব কেন্দ্রেই প্রার্থী দেবে আম আদমি পার্টি।

দিল্লিতে ২০১৫ থেকে ক্ষমতায় আপ (AAP)। গত বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০২০-র ভোটে ৭০টি আসনের মধ্যে ৬২টিতেই জিতেছিল আপ। মাত্র ৮টি আসন পায় বিজেপির। তারপর থেকে হাজার চেষ্টা করেও দিল্লিতে আপের ‘গড়’ ভাঙতে পারেনি বিজেপি। রাজধানীতে বারবারই হেরেছে তারা।

আরও খবর: শেষ পর্যন্ত হিন্দু নির্যাতনের কথা স্বীকার করল ইউনুস প্রশাসন, গ্রেফতার ৭০

তবে, এই প্রথম নয়, আগে পঞ্জাবে লোকসভা নির্বাচনেও আপ একা লড়ে। হরিয়ানার ভোটেও কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা করেনি কেজরির দল। এবার দিল্লির বিধানসভা ভোটেও নিজেদের শক্তিতেই আস্থা তাদের।

আপের সঙ্গে জোট করা কংগ্রেসেরও ‘ভুল’ ছিল বলে মন্তব্য করেন দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব। তাঁর কথায়, “আগামী নির্বাচনে শহরের ৭০টি আসনে একাই লড়বে কংগ্রেস“।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version