Friday, January 30, 2026

বাচ্চাদের খুঁজে না পেয়ে অসুস্থ রিকা, কপালে ভাঁজ বেঙ্গলসাফারি কর্তৃপক্ষর

Date:

Share post:

মায়ের অসাবধানতার কারণে মৃত্যু হয়েছে তিন শাবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। শাবকের মৃত্যুর পরই অসুস্থ হয়ে পড়েছে মা বাঘ রিকা। রিকার চিকিৎসা চলছে বলে জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।

জানা গিয়েছে,শাবক তিনটির মৃত্যু হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে মা রিকা। রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরীর জানিয়েছেন,  অনেক সময় পশুরা শাবকের বেশি যত্ন নিতে গিয়ে এরকম ভুল করে ফেলে। তিন সন্তান কে এখন খুঁজে বেড়াচ্ছে রিকা! সন্তানদের দেখতে না পেয়ে মাঝে মধ্যেই গর্জন করছে। লোক দেখলেই চোটে যাচ্ছে! ইতিমধ্যেই পার্ক কতৃর্পক্ষ মা বাঘের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, পাশাপাশি চলছে রিকার চিকিৎসা । যদিও চিকিৎসকরা জানিয়েছেন মানসিকভাবে রিকা বাচ্চাদের খুঁজে না পেয়ে এমন আচরণ কতছে। আমরা রিকার চিকিৎসা শুরু করেছি। আপাতত রিকাকে এনক্লোজারের মধ্যে রাখা হয়েছে। পর্যটকদের সামনে এখনই আনা হচ্ছে না বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত জুলাই মাসে অন্তঃসত্ত্বা হয়েছিল রিকা। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনটি সন্তান প্রসব করেছিল সে। ১২ ঘণ্টার মধ্যেই তিন শাবককে মুখে করে অন্যত্র স্থানান্তরিত করতে গিয়েই বিপত্তি ঘটে। একটি শাবকের ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। একটির স্পাইনাল কর্ড এবং অন্যটির ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। দুটি শাবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । একটি বাচ্চা কে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু ফুসফুস ফুটো হয়ে যাওয়ার কারণে সেই বাচ্চা টিও মারা যায় । এর আগেও একই রকম ভাবে রিকার দুটি সন্তানের মৃত্যু হয়েছে।

ব্যাঘ্র প্রজননে গোটা দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। শিলা ও বিভান নামে রয়্যাল বেঙ্গল দম্পতি এপ্রিল মাসেই পাঁচ শাবকের জন্ম দিয়েছিল। মোট ১৭টি বাঘ ছিল বেঙ্গল সাফারিতে। এর মধ্যে আটটি বাঘকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। তিন শাবকের মৃত্যুর পর সাফারি পার্কে বর্তমানে বাঘের সংখ্যা নটি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

নাজিরাবাদের শুভেন্দুর ‘শোক মিছিলে’ বাজল ডিজে! চোখে আঙুল দিয়ে দেখালো তৃণমূল

একটি মিছিল করবেন। আর তাতে পুলিশ অনুমতি দেয়নি বলে রাজ্য প্রশাসনের হাজারো ভুল তুলে ধরার চেষ্টা করছিলেন বিরোধী...

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...