মায়ের অসাবধানতার কারণে মৃত্যু হয়েছে তিন শাবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। শাবকের মৃত্যুর পরই অসুস্থ হয়ে পড়েছে মা বাঘ রিকা। রিকার চিকিৎসা চলছে বলে জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।
জানা গিয়েছে,শাবক তিনটির মৃত্যু হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে মা রিকা। রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরীর জানিয়েছেন, অনেক সময় পশুরা শাবকের বেশি যত্ন নিতে গিয়ে এরকম ভুল করে ফেলে। তিন সন্তান কে এখন খুঁজে বেড়াচ্ছে রিকা! সন্তানদের দেখতে না পেয়ে মাঝে মধ্যেই গর্জন করছে। লোক দেখলেই চোটে যাচ্ছে! ইতিমধ্যেই পার্ক কতৃর্পক্ষ মা বাঘের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, পাশাপাশি চলছে রিকার চিকিৎসা । যদিও চিকিৎসকরা জানিয়েছেন মানসিকভাবে রিকা বাচ্চাদের খুঁজে না পেয়ে এমন আচরণ কতছে। আমরা রিকার চিকিৎসা শুরু করেছি। আপাতত রিকাকে এনক্লোজারের মধ্যে রাখা হয়েছে। পর্যটকদের সামনে এখনই আনা হচ্ছে না বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত জুলাই মাসে অন্তঃসত্ত্বা হয়েছিল রিকা। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনটি সন্তান প্রসব করেছিল সে। ১২ ঘণ্টার মধ্যেই তিন শাবককে মুখে করে অন্যত্র স্থানান্তরিত করতে গিয়েই বিপত্তি ঘটে। একটি শাবকের ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। একটির স্পাইনাল কর্ড এবং অন্যটির ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। দুটি শাবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । একটি বাচ্চা কে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু ফুসফুস ফুটো হয়ে যাওয়ার কারণে সেই বাচ্চা টিও মারা যায় । এর আগেও একই রকম ভাবে রিকার দুটি সন্তানের মৃত্যু হয়েছে।
ব্যাঘ্র প্রজননে গোটা দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। শিলা ও বিভান নামে রয়্যাল বেঙ্গল দম্পতি এপ্রিল মাসেই পাঁচ শাবকের জন্ম দিয়েছিল। মোট ১৭টি বাঘ ছিল বেঙ্গল সাফারিতে। এর মধ্যে আটটি বাঘকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। তিন শাবকের মৃত্যুর পর সাফারি পার্কে বর্তমানে বাঘের সংখ্যা নটি।