Saturday, August 23, 2025

কেজরির বিপক্ষে শিলা দীক্ষিত পুত্র! দিল্লির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

Date:

ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনের আগে ভোটের দামামা বাজিয়ে দিয়েছে দিল্লির শাসক দল আপ (AAP)। দুই ধাপে ৩৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কেজরিওয়ালের দল। তাকে পাল্লা দিতে এবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress)। তালিকায় নাম রয়েছে ২১ জনের।

লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) আপের সঙ্গে কংগ্রেসের আসন বন্টন নিয়ে জটিলতা। ভরাডুবির পর আপের পক্ষ থেকে কংগ্রেসকেই দায়ী করা হয়েছিল। আসন জটিলতার অভিযোগ তুলে এবার তাই আগেভাগেই কেজরিওয়াল ঘোষণা করে দেন ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে দিল্লিতে কোন জোট হচ্ছে না। এরপরই পরপর দুটি তালিকা প্রকাশ করে আম আদমি পার্টি (AAP)। এবার কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া খুলে দিল্লি দখলে রাখার চেষ্টায় আপ। এমনিতেই কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি ও লোকসভার ফলাফলের পরে দিল্লিতে অনেকটাই ঘর গুছিয়ে নিয়েছে বিজেপি।

কংগ্রেস যে পিছিয়ে নেই সেটা দেখাতেই এবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের। প্রার্থী তালিকায় রয়েছেন প্রাক্তন দিল্লি মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত (Sandeep Dikshit)। তিনি লড়াই করছেন নতুন দিল্লি কেন্দ্র থেকে, যেটা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক আরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) কেন্দ্র। তবে ৭০ বিধানসভা আসনের দিল্লি বিধানসভায় এখনো পর্যন্ত অর্ধেক প্রার্থীও প্রকাশ করতে পারেনি কংগ্রেস।

কংগ্রেসের তরফ থেকে দাবী করা হয়েছে প্রবীণ নবীন এবং সমাজের সব স্তরের মানুষের প্রতিনিধিত্ব বিবেচনা করেই প্রকাশ করা হয়েছে প্রথম প্রার্থী তালিকা। উল্টোদিকে আপের প্রার্থী তালিকায় এবারে জায়গা পেয়েছে অনেক বেশি মুখ। ১৮ জন বিধায়ককে রাখা হয়নি প্রার্থী তালিকায়।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version