Thursday, August 21, 2025

বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতিতে ভারতের উপর চাপ বাড়ার আশঙ্কা বাংলার শাসকদল প্রথম থেকেই করে এসেছে। একদিকে অনুপ্রবেশের আশঙ্কা, অন্যদিকে জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তার আশঙ্কায় বিদেশমন্ত্রক এবং প্রধানমন্ত্রীকে দ্রুত হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) নিজে। সেই আশঙ্কার সঙ্গে মিল রেখে এবার হুগলির আরামবাগে (Arambagh) এক যুবকের জঙ্গি যোগের সম্ভাবনা। যুবকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির পাশাপাশি ডেকে পাঠানো হলো যুবক ও তাঁর বাবাকে কলকাতার দফতরে।

আরামবাগের মায়াপুর এক পঞ্চায়েতের সানাপাড়ার বাসিন্দা এক যুবকের উপর সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের(NIA)। কেন্দ্রীয় সংস্থার দাবি সম্প্রতি দিল্লিতে গ্রেফতার জয়শ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) নেতা সালাউদ্দিন আয়ুবির সঙ্গে যোগ রয়েছে আরামবাগের এই যুবকের। বৃহস্পতিবার ভোরে তাঁর বাড়িতে হানা দিয়ে যুবকের দেখা পায়নি কেন্দ্রীয় সংস্থা। একটি নোটিশ জারি করে দেওয়া হয়।

সেই নোটিশ পেয়ে যুবক ও তাঁর বাবা শুক্রবার কলকাতায় এনআইএ-র দফতরে দেখা করতে যান। যদিও এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁদের দাবি পড়াশোনায় ভালো, বিএড (BEd.) পাস করা যুবক কিভাবে জঙ্গিদের মদতদাতা হতে পারে। তবে বাংলাদেশে মৌলবাদী সংগঠনের বাড়বাড়ন্ত হওয়ার পর জঙ্গী কার্যকলাপ যে বাড়বে, এই আশঙ্কায় রাজ্যের শাসক দল প্রথম থেকে করে এসেছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version